পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্য নিয়ে পুর নিগমের কমিশনার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সদর মহকুমা কমিটি।এদিন সংগঠনের সদর বিভাগীয় সম্পাদিকা মিতালী ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান , রেগা, টুয়েপ ও সামাজিক ভাতা নিয়ে সাধারণ মানুষের উপর সমস্যা সৃষ্টি হয়েছে। সৃষ্ট সমস্যা সমাধানের দাবিতে আজ সোচ্চার হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সদর মহকুমা কমিটি। সংগঠনের দাবি, টুয়েপ প্রকল্পে ১০০ দিনের শ্রম দিবস সুনিশ্চিত করা এবং এই প্রকল্পে নিয়মিত ৩৪০টাকা মুজরি প্রদান করা, নিয়মিত সামাজিক ভাতা প্রদান এবং ভাতা প্রাপকদের সংখ্যা বৃদ্ধি করা ইত্যাদি।এদিন সংগঠনের পক্ষ থেকে পুর নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভও প্রদর্শন করা হয়।