রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি তথা এজিএমসি ।গত ১০-১২ দিন ধরে এই হাসপাতালে পরিষেবা শূন্যের কোঠায় ছিল বলে অভিযোগ রোগীর পরিজনদের। এর সাথে ছিল হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের অভদ্র ব্যবহার। কোন একটি বিষয়ে জানতে চাইলে ‘লার্জার দেন গড’ মনোভাবাপন্ন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা বেজায় ক্ষুব্ধ হতেন। বৃহস্পতিবার রাজ্যপাল পরিদর্শনে আসবেন -এই খবর চাউর হতেই রাতারাতি পাল্টে যায় সবকিছু। হাসপাতালের অব্যবস্থা এবং এর উপর স্বাস্থ্যকর্মীদের যাচ্ছে তাই ব্যবহার নিয়ে এদিন ক্ষোভ উগরে দিলেন চিকিৎসাধীন রোগীদের পরিজনেরা। তাদের একটাই প্রশ্ন, এতদিন কেন এই পরিষেবা ছিল না। টাকার বিনিময়ে পরিষেবা পেতে গিয়ে কেন স্বাস্থ্য কর্মীদের এই দুর্ব্যবহার ।তাছাড়া হাসপাতালে রাজ্যপাল পরিদর্শনে আসবেন তা জেনেই হাসপাতালের কর্তৃপক্ষের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে দৌড়ঝাঁপ , এমনিতে একটু পরিষ্কার করার কথা বললেই বেজায় চটে যায় স্বাস্থকর্মীরা বলে অভিযোগ , শুধু তাই নয় হাসপাতালে কর্তব্যরত থাকা বেসরকারি নিরাপত্তা কর্মীরাও খারাপ ব্যবহার করে বলে জানান তিনি , এবং রোগী যদি আই সি ইউ তে থাকে সেখানে কি কি ব্যবস্থা রয়েছে সে বিষয়ে জানতে চাইলেও খারাপ আচরণ করে বলে অভিযোগ করেন তিনি।