Monday, December 23, 2024
বাড়িখবররাজ্যজিবি হাসপাতাল পরিদর্শনে রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু

জিবি হাসপাতাল পরিদর্শনে রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু

বৃহস্পতিবার রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা সরকারি মেডিকেল কলেজ পরিদর্শনে যান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। প্রায় দুই ঘন্টার বেশি সময় ধরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।এমনকি হাসপাতালে ভর্তি রোগীদের জন্য খাবার রান্না ঘর পর্যন্ত পরিদর্শন করেন।কথা বলেন হাসপাতালের বহির বিভাগ থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগী এবং তাদের পরিজনদের সঙ্গে।পরিদর্শন শেষে তিনি হাসপাতাল ও মেডিকেল কলেজের অধ্যাপক এবং ডাক্তারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বেরিয়ে আসার সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি ও আগরতলা সরকারী মেডিকেল কলেজের পরিষেবা খুবই ভালো। যারা অসুস্থ্য হয়ে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা নেওয়া জন্য যান তারাও জরুরী পরিষেবা পেতে আবার জিবি হাসপাতালেই ছুটে আসেন। এই অভিমত রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু’র। তিনি আরো বলেন, তাকেও যদি চিকিৎসা পরিষেবা নিতে হয় তাহলে তিনিও জিবি হাসপাতালে ছুটে যাবেন।তিনি আরো বলেন এই রাজ্যের অনেকেই সামান্য অসুস্থ হয়ে পড়লে বেসরকারি হাসপাতাল, এমনকি ভিন রাজ্যের বেসরকারি হাসপাতাল গুলিতে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করেন। কিন্তু তারা চাইলে এখানে অনেক ভালো পরিষেবা পেতে পারেন। কারণ এখানের পরিষেবা অনেক ভালো। হাসপাতালে আসা রোগী এবং তাদের আত্মীয়দের সঙ্গে কথা বলে তিনি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। পাশাপাশি তিনি নিজেও পুরো হাসপাতাল ঘুরে দেখেছেন বলে জানান। হাসপাতালের ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীদের প্রতিও তিনি আহবান রাখেন তারাও যেন আন্তরিকতার সঙ্গে রোগীদের পরিষেবা প্রদান করেন। তাহলে আগামী দিনে আরো বেশি করে সাফল্য আসবে বলে জানান। ভালো পরিষেবা দেওয়ার জন্য হাসপাতালের সকল স্তরের কর্মীদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 + six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য