Sunday, September 8, 2024
বাড়িখবররাজ্যনিয়োগের দাবিতে আবারও সোচ্চার টেট উত্তীর্ণরা

নিয়োগের দাবিতে আবারও সোচ্চার টেট উত্তীর্ণরা

২০২২ সালের টেট উত্তিন্নুরা গত এক বছর যাবত ধরে নিয়োগের দাবি নিয়ে শিক্ষা দপ্তর থেকে শুরু করে রাজ্যের মন্ত্রিসভার কাছেও দাবি রেখে আসছেন কিন্তু তাদের নিয়োগ করছেন না। নিয়োগের দাবি নিয়ে শুক্রবার ট্রেড উত্তীর্ণরাশিক্ষা দপ্তরে অধিকর্তার নিকট সাক্ষাৎ করেন। শিক্ষা দপ্তর থেকে বলা হয়েছে রাজ্যের স্কুলগুলোতে প্রচুর শিক্ষক স্বল্পতা। দপ্তর চাইছেন এই সমস্যা সমাধানে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের অতিসত্বর নিয়োগ করতে। কিন্তু যেহেতু সরকার এই বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না তাই দপ্তর কোনো সঠিক পদক্ষেপ নিতে পারছে না। যেখানে প্রতিদিন রাজ্যের বিভিন্ন স্কুল থেকে ছাএছাত্রীরা শিক্ষকের জন্য সকাল থেকে রাত পর্যন্ত আন্দোলন করছে সেখানে টেট পাশ করা ৩৬১ জন যুবক যুবতীদের কেনো নিয়োগ করা হচ্ছে না এই দাবী বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে। প্রতিদিন রাজ্যের বিভিন্ন স্কুল থেকে শিক্ষক স্বল্পতার চিএ দেখা যাচ্ছে কিন্তু তার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী নীরব কেন? সরকার মুখে শিক্ষার উন্নতির কথা বললে ও বাস্তব চিএটা অন্য রকম। রাজ্যে একদিকে শিক্ষার্থীরা আন্দোলন করছে শিক্ষকের জন্য অন্যদিকে যোগ্য টেট কোয়ালিফাইড বেকার যুবক যুবতীরা আন্দোলন করছে তাদের বিদ্যালয়মুখী করার জন্য।এখন দেখা যাক সরকার শিক্ষক স্বল্পতা দূরীকরণে এবং শিক্ষার মান উন্নয়নে কবে নাগাদ টেট কোয়ালিফাইড ৩৬১ জন যুবক যুবতীদের নিয়োগপত্র প্রদান করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three + 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য