কবরস্থান দখল মুক্ত করার দাবিতে ওয়াকফ বোর্ড ঘেরাও করলো জনসাধারণ। ডুকলি ব্লকের অন্তর্গত বিক্রমনগর পঞ্চায়েতের মধ্য চম্পা মুড়ার বাসিন্দারা বৃহস্পতিবার ওয়াকফ বোর্ড ঘেরাও করেন। ১০০ বছরেরও প্রাচীন কবরস্থানের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে কালীমন্দির। এই ঘটনা ডুক্লি আর ডি ব্লকের অন্তর্গত বিক্রমনগর পঞ্চায়েতের মধ্যচম্পা মুরা এলাকায়। বিষয়টি মীমাংসা করার দাবিতে 2017 সাল থেকে জেলাশাসক ও ওয়াকফ বোর্ড কর্তৃপক্ষের সহযোগিতা চেয়ে আসছিলেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা ।কিন্তু কর্তৃপক্ষের নীরব ভূমিকা এলাকাবাসীকে হতাশ করে তুলেছে ।এই অবস্থায় শতবর্ষ প্রাচীন কবরস্থান দখল মুক্ত করা ,কবরস্থানের সীমানা নির্ধারণ করে প্রাচীর নির্মান করে দেওয়ার দাবিতে মধ্যচম্পা মুরা এলাকার জনগণ বৃহস্পতিবার ওয়াকফ বোর্ড ঘেরাও করে রাখেন। এলাকাবাসীর অভিযোগ ,সংশ্লিষ্ট বিষয়ক কর্তৃপক্ষের তালবাহানের কারণেই ওয়াকফ বোর্ডের জায়গা দখল হয়ে যাচ্ছে।
এদিন ওয়াকফ বোর্ড ঘেরাও কে কেন্দ্র করে রাজধানীর জেলা শাসকের কার্যালয় চত্বরে উত্তেজনা ছড়ায় পশ্চিম থানার পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি আয়াতে আনে।