রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে ৩৬ তম অ্যাসোসিয়েশন অফ সাইন্টিস্ট অফ ইস্টার্ন ইন্ডিয়া কনফারেন্স। এই কনফারেন্সে নিউরো সার্জন, নিউরোলজিস্ট, নিউরো অ্যানাস্থেসিস্ট, নিউরো প্যাথলজিস্টরা দেশের বিভিন্ন রাজ্য থেকে অংশগ্রহণ করবে। ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর এই তিন দিন অনুষ্ঠিত হবে এই কনফারেন্স।বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান বিশিষ্ট নিউরোসার্জন ডাঃ শিশির দাস। তিনি আরও জানান এই কনফারেন্সে প্রায় দেড় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবে এবং ইতিমধ্যে কনফারেন্সে অংশগ্রহণ করার জন্য প্রতিনিধিরা রাজ্যে আসতে শুরু হয়ে গেছে। বিদেশ থেকেও নিউরো সার্জনরা এই কনফারেন্সে অংশগ্রহণ করবে। তাছাড়া মুখ্যমন্ত্রীর হাত ধরে এই কনফারেন্সের উদ্বোধন হবে বলে জানান তিনি। তাছাড়া এই কনফারেন্সে মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরাও উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট নিউরো সার্জন ডাঃ শিশির দাসের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট নিউরো সার্জন ডাক্তার মিলিন্দ দেওয়ানকার ও বিশিষ্ট নিউরো সার্জন ডাক্তার সিদ্ধা রেড্ডি।



