Monday, December 23, 2024
বাড়িখবরখেলাএশিয়ান মাস্টার স্পোর্টস অ্যাথলেটিক - 2023 এ ভারতে প্রতিনিধিত্ব করার জন্য রাজ্যের...

এশিয়ান মাস্টার স্পোর্টস অ্যাথলেটিক – 2023 এ ভারতে প্রতিনিধিত্ব করার জন্য রাজ্যের মেয়ে মিতালী দেবনাথ কে সংবর্ধনা জ্ঞাপন লং তরাই এর পক্ষ থেকে

আগরতলাঃ ত্রিপুরা রাজ্যের গর্ব জাতীয় অ্যাথলেটিক স্পোর্টস দুইবার স্বর্ণপদক এবং একবার রূপক পদক প্রাপ্ত রানীরবাজারের শ্রীমতি মিতালী দেবনাথ আগামী ৮ ই নভেম্বর থেকে ১২ ই নভেম্বর ২০২৩ ফিলিপিনস্‌ রাষ্ট্রে অনুষ্ঠিতব্য এশিয়ান মাস্টার স্পোর্টস অ্যাথলেটিক – 2023 এ ভারতে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছেন। এই অ্যাথলেট বিভিন্ন সময়ে খেলাধুলায় রাজ্যস্তরের এবং জাতীয়স্তরে বিভিন্ন পুরস্কারপ্রাপ্তি মাধ্যমে প্রভূত সম্মান অর্জন করেছেন। খুবই গরীব ঘরের একজন মেয়ের পক্ষে বিদেশে খেলাধূলায় অংশগ্রহণের জন্য খরচ বহন করা খুবই কষ্টকর, এই সমস্যা নিরসনের জন্য ত্রিপুরা রাজ্যের প্রতিষ্ঠিত শিল্পপতি তথা লংতরাই ব্র্যান্ডের কর্ণধার শ্রীযুক্ত রতন দেবনাথ মহোদয় শ্রীমতি দেবনাথকে বিদেশে অর্থাৎ ফিলিপিনস রাষ্ট্রে অনুষ্ঠিত এশিয়ান মাস্টার স্পোর্টস অ্যাথলেটিক – 2023 অংশগ্রহন করার জন্য উনাকে আর.কে নগরস্থিত ইন্ডাস্ট্রির কনফারেন্স হলে পুস্পস্থবক, উত্তরীয় দিয়ে সংবর্ধনা করা হয় পাশাপাশি আর্থিক দিক দিয়ে সহযোগিতার জন্য উনার হাতে মাননীয় কর্ণধার দশ হাজার টাকার একটি চেক তুলে দেন এবং শ্রীমতি দেবনাথ এর এই এশিয়ান মাস্টার স্পোর্টস অ্যাথলেটিক প্রতিযোগিতার সাফল্য কামনা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য