রাজধানী আগরতলাসহ রাজ্যের বিভিন্ন বাজার গুলিতে প্রতিনিয়তই দেখা যায় প্রকাশ্যে চলছে কচ্ছপের মাংস বিক্রি। যা সম্পূর্ণ অবৈধ। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েই একাংশ মোটা অংকের বিনিময়ে প্রকাশ্যে দিবা লোকেই চালিয়ে আসছে এই অবৈধ কারবার।এনিয়ে প্রায় সময় সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও কোন হেলদোল নেই। প্রশাসনের দুর্বলতার কারণেই বিভিন্ন বাজার গুলিতে অবাদেই চলছে কচ্ছপের মাংস বিক্রি। এবার অবৈধভাবে বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় চলন্ত বাইক থেকে রাস্তায় পড়ল কচ্ছপ। ঘটনা রাজধানী আগরতলা শহরতলী টাউন প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা যায়, জনৈক ব্যক্তি অবৈধভাবে ব্যাগ ভর্তি কচ্ছপ নিয়ে বাইকে করে বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে, আচমকা ব্যাগ থেকে একটি কচ্ছপ পড়ে যায় রাস্তায়। বিষয়টি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে বাইকের পিছু ধাওয়া করলেও কচ্ছপ বুঝাইকারী ব্যক্তিকে আটক করতে পারেনি। পরে স্থানীয়রা কচ্ছপটিকে উদ্ধার করে ছেড়ে দেয় আগরতলা লক্ষীনারায়ণ বাড়ির দিঘিতে। এভাবে অবৈধভাবে কচ্ছপ বাজারে নিয়ে বিক্রি করতে যাওয়ার পথে, ব্যাগ থেকে পড়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।