Monday, November 11, 2024
বাড়িখবররাজ্যরাজ্যের বিদ্যুৎ পরিষেবা নিয়ে একগুচ্ছ অভিযোগ এনে এবং তিন দফা দাবিকে সামনে...

রাজ্যের বিদ্যুৎ পরিষেবা নিয়ে একগুচ্ছ অভিযোগ এনে এবং তিন দফা দাবিকে সামনে রেখে আরো একবার রাস্তায় নামল রাজ্যের বিরোধী দল সিপিআইএম

রাজ্য সরকারের বিদ্যুৎ নিগম আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্য বৃদ্ধির অজুহাত এনে চলতি মাস থেকে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করেছে। এমনিতেই রাজ্যে বিদ্যুৎ পরিষেবা এখন অনেকটা বেহাল হয়ে পড়েছে। পরিষেবার মান উন্নয়ন না করে এভাবে মাশুল বৃদ্ধির প্রতিবাদে প্রতিনিয়ত সোচ্চার হয়ে উঠছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তা আরো একবার লক্ষ্য করা গেল সোমবার আগরতলা ভুতুরিয়া এলাকায় বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয় প্রাঙ্গণে। অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার, বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারীকরণ বন্ধ করা এবং বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা দূর করার দাবি নিয়ে এদিন গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করল সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। এদিনের এই গণ অবস্থানে অংশ নিয়ে রাজ্যের বেহাল বিদ্যুৎ পরিষেবা তুলে ধরে রাজ্য সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন সিপিআইএম জেলা ও রাজ্য নেতৃত্ব। এতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য মানিক দে, শংকর প্রসাদ দত্ত, পার্টির জেলা সম্পাদক রতন দাস সহ আরো অনেকে। গন অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম জেলা সম্পাদক প্রাক্তন বিধায়ক রতন দাস বলেন বিদ্যুৎ দপ্তরের ব্যর্থতার কারণে পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। বেসরকারিকরণ হলো বিজেপি সরকারের মূল আর্থিক নীতি। সরকার জনগণের প্রতি তার দায়িত্ব থেকে হাত তুলে নিতে চাইছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য