Friday, October 18, 2024
বাড়িখবররাজ্যমহিলাদের সুরক্ষার প্রশ্নে ত্রিপুরা মহিলা কমিশনের মহিলাদের জনজাগরণের কাজ অব্যাহত থাকবে -...

মহিলাদের সুরক্ষার প্রশ্নে ত্রিপুরা মহিলা কমিশনের মহিলাদের জনজাগরণের কাজ অব্যাহত থাকবে – চেয়ারম্যান ঝর্না দেববর্মা

রাজ্যের মহিলাদের সুরক্ষার প্রশ্নে নতুন আঙ্গিকে কাজ শুরু করতে চলেছেন ত্রিপুরা মহিলা কমিশনে নবনিযুক্ত চেয়ারপার্সন ঝর্না দেববর্মা। আনুষ্ঠানিকভাবে কমিশনের চেয়ারপার্সন হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর, ইতিমধ্যেই তিনি শুরু করে দিয়েছেন নিজের কাজ। প্রশাসনিক বিধি নিষেধ মেনে রাজ্যের মহিলাদের সুরক্ষা দেওয়ার লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই আগামী দিন কাজ করতে চান তিনি। যা বিদায়ী চেয়ারপার্সনের ক্ষেত্রে দেখা না যাওয়ার ফলে রাজ্যে অস্বাভাবিক হারে বেড়ে যায় মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা। তাই গুরুত্বপূর্ণ এই পদে এবার প্রশাসন নিয়ে এলো বিজেপি মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ঝর্না দেববর্মাকে। দলীয়ভাবে প্রদেশ সভানেত্রী হিসেবে মহিলাদের সাথে কাজ করার সুবাদে অনেকটাই অভিজ্ঞতা রয়েছে তার। যদিও প্রশাসনিকভাবে যে দায়িত্ব তার উপর দল তথা প্রশাসন এখন ন্যস্ত করেছে, সেই দায়িত্ব কতটুকু সফলতার সাথে পালন করতে তিনি সক্ষম হবেন তা সময় বলা যাবে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে মহিলা কমিশনের চেয়ারপার্সন হিসেবে দায়িত্বভার নিয়ে তিনি আশ্বাস দিয়েছিলেন সব স্তরের মানুষের সহযোগিতা নিয়েই মহিলাদের সুরক্ষার জন্য কাজ করবেন তিনি। গত দিন শ্রীমতি দেববর্মার রাজধানী আগরতলার প্রধান দুই মহিলা থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে মহিলা সংক্রান্ত বিভিন্ন অপরাধের তথ্য সম্পর্কে অবগত হন তিনি। মহিলা কমিশনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে শুক্রবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন কমিশনের নবনিযুক্ত চেয়ারপার্সন শ্রীমতি দেববর্মা। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন রাজ্যের মহিলাদের সুরক্ষা দেওয়ায় তার অন্যতম প্রধান কাজ। মহিলাদের সুরক্ষার প্রশ্নে কমিশনের উদ্যোগে মহিলাদের জনজাগরণের যে কাজ চলছে তা অব্যাহত থাকবে। ইতিমধ্যেই কমিশনের গুরুত্বপূর্ণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব শীঘ্রই কমিশনের ওয়েবসাইট চালু করা হবে। যে ওয়েবসাইটে আপডেট তথ্য তুলে ধরা হবে প্রতিনিয়ত। এই ওয়েবসাইটের মাধ্যমেই শুভবুদ্ধি সম্পন্ন লোকেরা তাদের মতামত জানাতে পারবেন। মহিলা সংক্রান্ত যেকোন অপরাধের ঘটনায় মহিলারা যাতে সুবিচার পেতে পারে, তার জন্য একই ছাদের নিচে মহিলাদের আইনি সহায়তা পাওয়ার ব্যবস্থা করা হবে খুব শীঘ্রই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য