চুরির ঘটনা রাজ্যে নতুন কিছু নয়। খোদ রাজধানী আগরতলা শহর রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই একের পর এক চুরি কান্ড সংঘটিত করে চলেছে চোর চক্র। এক্ষেত্রে চুরির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশের সাফল্য অতি নগণ্য। এরপরেও চুরির সামগ্রী উদ্ধারসহ চোর চক্রকে জালে তোলার প্রক্রিয়া অব্যাহত রেখেছে পুলিশ। এবার এমনই এক অভিযানে নেমে বড় ধরনের সাফল্য পেল আগরতলা পূর্ব থানার পুলিশ। চুরির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে চুরি যাওয়া সামগ্রী সহ কুখ্যাত পাঁচজন চোরকে জালে তুলতে সক্ষম হয়। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে চুরির স্বর্ণালংকার ও স্কুটি। পূর্ব থানার পুলিশের এই সাফল্যের কথা মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে। একই সাথে তিনি আরো জানান, চুরির অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমেই পুলিশ এই সাফল্য পেল। এদিনই ধৃতদের আদালতে তোলা হয়।