Friday, October 18, 2024
বাড়িখবররাজ্যযুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে স্কুল পড়ুয়া কিশোর কিশোরীদের সচেতন...

যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে স্কুল পড়ুয়া কিশোর কিশোরীদের সচেতন করে তুলতে বিশেষ উদ্যোগ ইন্ডিয়ান ফার্মাসিস্ট এসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার

রাজ্যে যেভাবে দিন দিন নেশার রমারমা কারবার বেড়ে চলেছে তাতে করে উদ্বিগ্ন সচেতন নাগরিকরা। শহর থেকে গ্রাম, রাজপথ থেকে অলিগলি সর্বত্রই ছেয়ে গেছে বিষাক্ত নেশা। আর এই নেশায় আসক্ত হয়ে এখন ধ্বংসের মুখে রাজ্যের যুবসমাজ। তাই আগামী প্রজন্মের ভবিষ্যৎ যুব সমাজকে রক্ষা করতে এবার এগিয়ে এলো ইন্ডিয়ান ফার্মাসিস্ট এসোসিয়েশন-ত্রিপুরা রাজ্য শাখা। এই সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা উমাকান্ত একাডেমিতে অনুষ্ঠিত হলো ড্রাগ সচেতনতা শিবির। “সংযম-০৪” মাদকাসক্তির ভয়ংকর দিকগুলি নিয়ে এদিন এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উমাকান্ত একাডেমীতে। এই সচেতনতা শিবিরের মুখ্য উদ্যেশ্য হল ১৫ থেকে ২০ বছর বয়সী কিশোর-কিশোরী স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের মধ্যে মাদকাসক্তির ভয়ংকর দিকগুলো তুলে ধরা। কোমলমতি ছাত্র ছাত্রীরা সাধারণত উৎসুক মানসিকতার হয়। নিতান্ত এই উৎসুকতার কারনেই ওরা ধাবিত হতে পারে মাদকের দিকে। সমাজ থেকে যেন মাদকাসক্তির মত বিষয়গুলো চিরতরে উপড়ে ফেলা যায় তার জন্য সারা রাজ্যজুড়ে এধরনের শিবির সংঘটিত করার উদ্যোগ গ্রহন করে ইন্ডিয়ান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখা। উমাকান্ত একাডেমীতে আয়োজিত শিবিরে মাদকের কুফল গুলি যেমন তুলে ধরা হয় তেমনি, আলোচনা করা হয় সমাজে স্বতন্ত্র ব্যক্তিবর্গ দ্বারা ঔষধের অপব্যবহার, অবাঞ্ছিত ব্যবহার, চিকিৎস্যক এবং ফার্মাসিস্টদের পরামর্শ ছাড়া ঔষধ সেবনের ফলে তৈরি হওয়া বিভিন্ন প্রকারের শারীরিক ঝুঁকি যেটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পর্যন্ত পারে। এধরনের শিবিরের মাধ্যমে প্রচেষ্টা থাকবে যেন সমাজের প্রতিটা ব্যক্তি এই বিষয়ে সচেতন হন, সুস্থ মনের অধিকারী হন। মানসিক স্বাস্থ্য এবং যোগা কিভাবে আত্ম নিয়ন্ত্রন করতে শেখায় এই বিষয়ে আলোকপাত হয় শিবিরে। মূলত, নিজেকে মাদক থেকে দূরে রেখে, সমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে মুক্ত করতে স্বেচ্ছায় যেন সবাই এগিয়ে আসে, তবেই ভবিষ্যৎ প্রজম্মকে একটা নেশা মুক্ত সমাজ উপহার দেওয়া যাবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য