তীব্র আর্থিক সংকটে ভুগছে এডিসি প্রশাসন। আর এই সংকটের জেরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ কার্যত-মুখ থুবড়ে পড়েছে এডিসি এলাকায়। তাই উন্নয়নমূলক কাজের জন্য পর্যাপ্ত অর্থ প্রদানের দাবিতে এবার মহাকরণে ছুটে গেলেন তিপ্রামথার সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আর তার এই মহাকরনে ছুটে যাওয়াকে ঘিরে বিভিন্ন মহলে উঠছে একন নানা প্রশ্ন। দিল্লি থেকে ফিরে এসে মহারাজা গতকাল রাতে ছুটে যান মুখ্যমন্ত্রী সরকারী বাসভবনে। সেখানে দুজনের মধ্যে বিভিন্ন বিষয়ে বেশ কিছু সময় রুদ্ধদ্বার বৈঠক হয়। যদিও সেদিন মহারাজা দাবী করেন এডিসির উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আলোচনা হয় দুজনের মধ্যে। তবে মহারাজে যাই দাবি করুক না কেন মুখ্যমন্ত্রীর সাথে তার রুদ্ধতার বৈঠকে ঘিরে রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন মহলেই দেখা দেয় নানাহ গুঞ্জন। এর মধ্যেই বৃহস্পতিবার দুপুরে তিনি ছুটে গেলেন মহাকরণে। সেখানে গিয়েও তিনি বেশ কয়েকজন মন্ত্রী ও রাজ্যের মুখ্য সচিব সহ প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকদের সাথে মিলিত হন। এবারের বিষয়ও একটাই এডিসির উন্নয়ন। যদিও তার এই মহাকরণে ছুটে যাওয়াকে ঘিরেও নতুন করে প্রশ্ন দেখা দিতে শুরু করেছে একাংশ মহলে। এদিন মহাকরণে মন্ত্রী আধিকারিকদের সাথে দেখা করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, এডিসি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ অর্থের কারণে অনেকটা স্তব্ধ হয়ে পড়েছে। তাই উন্নয়নের কাজ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় অর্থের দাবিতেই মন্ত্রী আধিকারিকদের সাথে সাক্ষাৎ। একই সাথে এই দিন তিনি আরো জানান, রাজনৈতিক আলোচনা আগরতলা শহরে বসে নয়। রাজ্যের জনজাতিদের দাবি নিয়ে কথা চলছে দাবিতে। যা আগামী দিনেও চলবে। একই সাথে এদিন তিনি আরো জানান আগামী ১৪ সেপ্টেম্বর খুমুলুঙে হবে তিপ্রামথার সু বিশাল সমাবেশ। সমাবেশকে সফল করতে চলছে এখন সাংগঠনিক জোরদার প্রস্তুতি।