চুরি ছিনতাই রাজ্যে এখন নতুন কোনো বিষয় নয়। প্রায় প্রতিদিনই রাজ্যের কোন না কোন এলাকায় ঘটছে এধরনের ঘটনা। তবে খোদ রাজধানী আগরতলা শহরে যেভাবে একের পর এক রোমহর্ষক ঘটনা ঘটে চলেছে, তাতে শহরের নিরাপত্তা নিয়ে বারবার উঠছে প্রশ্ন। রাতের আঁধারে তো বটেই প্রকাশ্যে দিনের বেলাতেও মানুষ নিরাপদ নয়। তা আরো একবার প্রমাণিত হলো বুধবার দুপুরে। রাজধানীর গোর্খাবস্তি এলাকায় প্রকাশ্য দিবালোকে যুবককে অপহরণের ঘটনার রেশ কেটে না উঠতেই, এবার প্রকাশ্য দিনের আলোতেই ছিনতাইবাজদের খপ্পরে পড়লেন এক যুবক। এবারের ঘটনা রাজধানী আগরতলার আস্তাবল ব্রিজের উপর। এলাকাটি এমনিতেই জনবহুল। প্রতিদিন হাজার হাজার যানবাহন সহ অসংখ্য মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে। এমন একটি গুরুত্বপূর্ণ সড়কে প্রকাশ্যেই এক যুবককে মারধর করে তার কাছে থাকা ৬ হাজার টাকা ছিনিয়ে নিল ছিনতাইবাজরা। ঘটনার বিবরণে জানা যায় শহরতলী আড়ালিয়া এলাকার যুবক পেশায় বেসরকারি কোম্পানিতে কর্মরত মোহাম্মদ আলী রাস্তার পাশে থাকা একটি এটিএম কাউন্টার থেকে অর্থ নিয়ে বের হতেই দুই যুবক তার উপর হামলে পড়ে। তাকে প্রচন্ড মারধোর করে কাছে থাকা ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। বিষয়টি একজন প্রত্যক্ষদর্শী লক্ষ্য করতে পেরে এগিয়ে আসতেই ছিনতাইবাজরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। প্রকাশ্য দিবালোকে এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে আরো একবার আতঙ্ক দেখা দেয়। একই সাথে উঠতে শুরু করেছে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্নও।