রাজ্য সরকার অতি সম্প্রতি সরকার অধিগৃহীত বিভিন্ন সংস্থার চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন। প্রায় কুড়িটি সংস্থার নবনিযুক্ত চেয়ারম্যানদের মধ্যে অধিকাংশই নতুন মুখ। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নবনিযুক্ত চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহণের প্রক্রিয়া। বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন আরও তিনজন চেয়ারম্যান। তাহলে ত্রিপুরা তপশিলি জাতি সমবায় উন্নয়ন নিগমের নবনিযুক্ত চেয়ারম্যান বিধায়ক পিনাকী দাস চৌধুরী। তিনি বিদায়ী চেয়ারম্যান রঞ্জিত দাসের স্থলাভিষিক্ত হলেন। বুধবার বিদায়ী চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবেই নতুন চেয়ারম্যান বিধায়ক দাস চৌধুরী কে বুঝিয়ে দিলেন দায়িত্বভার। একই সাথে এদিন নিগমের কর্মীরা নবনিযুক্ত এই চেয়ারম্যান কে জানালেন সংবর্ধনা। একইভাবে এদিন আনুষ্ঠানিকভাবে ওবিসি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার বুঝে নিলেন তাপস মজুমদারও। ওবিসি কমিশনের কর্মীরা নতুন চেয়ারম্যান হিসেবে শ্রী মজুমদারকে স্বাগত জানালেন। পাশাপাশি পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন মার্কফেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন ত্রিপুরা সড়ক পরিবহন উন্নয়ন নিগমের বিদায়ী চেয়ারম্যান অভিজিৎ দেব। তিনি প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাসের স্থলাভিষিক্ত হলেন। আনুষ্ঠানিকভাবে মার্কফেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে এদিন অভিজিৎ দেব বলেন ১৯৫৭ সালের ২৫ শে মার্চ পর্যন্ত এলাকার উৎপাদিত দ্রব্য বাজারজাত করা নিয়ে কাজ শুরু করেছিল এই মার্কফেড।৬৬টি বছর ধরে কাজ করে এখন একটি উল্লেখযোগ্য সমবায় সমিতি হিসেবে আত্মপ্রকাশ করেছে এই সংস্থাটি। একে এগিয়ে নিয়ে যাওয়া ও সমৃদ্ধশালী করার চেষ্টা করে যাবেন তিনি।