Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যপুজো উদ্যোক্তাদের বিরুদ্ধেও কড়া মনোভাব আগরতলা পৌরনিগমের

পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধেও কড়া মনোভাব আগরতলা পৌরনিগমের

শহরকে সুন্দর ও যানজট মুক্ত করে তোলার নাম করে বিভিন্ন এলাকায় চলছে এখন আগরতলা পৌর নিগমের উচ্ছেদ অভিযান। আর তাদের এই অভিযানকে ঘিরে বিভিন্ন মহলে উঠছে নানা প্রশ্ন। বিশেষ করে পূজার প্রাক মুহূর্তে ক্ষুদ্র মাঝারি অস্থায়ী ব্যবসায়ীদের উপর উচ্ছেদের নাম করে আক্রমণ অনেকেই মেনে নিতে পারছে না। এই অবস্থায় আবার উঠতে শুরু করেছে পৌরনিগমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। একদিকে আর্থিক দুর্বলতা,তো অন্যদিকে সংসার প্রতি পালনের তাগিদেই এই ব্যবসায়ীরা ফুটপাতে ব্যবসা করে আসছে। আর তাদের এই ব্যবসার ওপর যখন পৌর নিগম প্রতিনিয়ত আঘাত আনছে, ঠিক তখনই দেখা যায় রাজধানী আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে সরকারি জমি দখল করে বিভিন্ন ক্লাব কিংবা সংস্থা পূজাকে সামনে রেখে তৈরি করছেন প্যান্ডেল থেকে শুরু করে বিশাল আকারে তোড়ন। আর সেখানেই যেন উঠছে প্রশ্ন। বিষয়টি নিয়ে অনেকেই পৌর নিগমের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ আনতে শুরু করে। দরিদ্র অংশের একাংশ মানুষ রাস্তার পাশে বিভিন্ন সামগ্রী বিক্রি করে সংসার প্রতিপালনের ক্ষেত্রে পৌর নিগম বাধা হয়ে দাঁড়ালেও, পুজোকে সামনে রেখে ক্লাবগুলি প্যান্ডেল কিংবা তোড়ণ নির্মাণের ক্ষেত্রে কোন ধরনের বিধি নিষেধের উদ্যোগ লক্ষ্য করা যায়নি পৌর নিগমের। বিষয়টি নিয়ে সর্বত্রই যখন তীব্র সমালোচনার ঝড় বইতে শুরু করে, ঠিক তখনই যেন কিছুটা নড়েচড়ে বসলো নিগমের কর্তা বাবুরা। মঙ্গলবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায়। রাস্তার উপরে যে সমস্ত পুজোর প্যান্ডেল ও তোড়ন তৈরির কাজ চলছে সেগুলিকে খুলে নেওয়ার নির্দেশ দেয় পৌর নিগম। নিগমের এই নির্দেশ পেয়ে পুজো উদ্যোক্তারা নড়েচড়ে বসে। এদিন দেখা গেল অবৈধভাবে তৈরি হতে যাওয়া প্যান্ডেল ও তূরন ক্লাবগুলি নিজেদের উদ্যোগেই ভেঙে নিতে। এক্ষেত্রে নির্দেশ কার্যকর করার লক্ষ্যে ময়দানে নামে পৌর নিগমের আধিকারিকরা। খানিকটা দেরিতে হলেও পৌর নিগম শেষ পর্যন্ত সরকারি জমি দখল করে অবৈধভাবে প্যান্ডেল নির্মাণে নড়েচড়ে বসায়, স্বাভাবিকভাবেই জনগণে অনেকটা নেমে আসে স্বস্তি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য