Thursday, August 7, 2025
বাড়িখবররাজ্যকরবুকে মহকুমা শাসকের কার্যালয়ের নবনির্মিত ভবন ও এপ্রিমার্কেট স্টলের উদ্বোধন পিছিয়েপড়া অঞ্চলের...

করবুকে মহকুমা শাসকের কার্যালয়ের নবনির্মিত ভবন ও এপ্রিমার্কেট স্টলের উদ্বোধন পিছিয়েপড়া অঞ্চলের অপবাদ থেকে করবুককে মুক্ত করে বহুমুখী উন্নয়নধারা এই অঞ্চলে রূপায়িত হচ্ছে : মুখ্যমন্ত্রী

প্রত্যন্ত ও পিছিয়েপড়া অঞ্চলের অপবাদ থেকে করবুককে মুক্ত করে বহুমুখী উন্নয়নধারা এই অঞ্চলে রূপায়িত হচ্ছে । আগামী ৪ থেকে ৫ বছরে বর্তমান প্রকল্পগুলি ছাড়াও কৌশলগত অংশীদার হিসেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক রাজ্যের উন্নয়নে অতিরিক্ত ৮ হাজার কোটি টাকা ব্যয় করবে । এই অর্থ ব্যয় রাজ্যের সার্বিক বিকাশে ও পরিকাঠামো উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা করবে । আজ গোমতী জেলার করবুক মহকুমা শাসকের কার্যালয়ের নবনির্মিত ভবন ও দ্বিতল বিশিষ্ট এগ্রিমার্কেট স্টলের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । উদ্বোধন শেষে তিনি মার্কেট স্টলগুলি ও মহকুমা শাসক কার্যালয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন । গ্রাম উন্নয়ন দপ্তর দ্বারা নির্মিত এই পরিকাঠামোগুলির অত্যাধুনিক ডিজাইন ও পরিকল্পনার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী । মহকুমা শাসক কার্যালয় নির্মাণে ব্যয় হয়েছে ৫.৮৭ কোটি টাকা ও ৩০ টি এগ্রি মার্কেট স্টল নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি টাকা । মহকুমা শাসক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন , শহর থেকে প্রান্তিক এলাকা পর্যন্ত রাজ্যের সার্বিক উন্নয়নের সমবিকেন্দ্রীকরণে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার । শিল্প উপযোগী গুচ্ছ সুযোগ সম্প্রসারণ , বাণিজ্যিক অনুকুল পরিমন্ডল সহ ক্ষুদ্র , মাঝারি স্বউদ্যোগীদের আর্থিক ও পরিকাঠামোগত সহায়তাকল্পে রাজ্যব্যাপী উন্নয়ন কর্মযজ্ঞ চলছে । এরই অঙ্গ হিসেবে জুম নির্ভর ও কৃষিকাজের সাথে যুক্ত ব্যক্তিদের রোজগারের সৃষ্টির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সূচনা হওয়া এই এগ্রি স্টলগুলি । তিনি বলেন , সহায়ক মূল্যে ধান ক্রয় সহ কৃষক কল্যাণে গৃহিত একাধিক পদক্ষেপের ফলে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি আত্মসম্মান সুনিশ্চিত হয়েছে অন্নদাতাদের । যুব উদ্যোগী রাজীব দেববর্মার প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন , আমাদের জন্য সে এক অনন্য উপহার । যে অঞ্চলকে পিছিয়েপড়া ও দুর্গম বলে অবহেলিত করা হত সেই অঞ্চলের যুবক রাজ্যে তৈরি হওয়া স্বনির্ভর মানসিকতায় ইঞ্জিনিয়ারিং পাশ করেও বর্তমানে এক সফল উদ্যোগী । ডম্বুর কেন্দ্রিক পর্যটন শিল্পে আধুনিকীকরণের সংযোজনে ভাসমান রেস্তোরা স্থাপনের তার প্রস্তাবেরও প্রশংসা করেন তিনি । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন , জনজাতিদের আর্থসামাজিক ও জীবনমান বিকাশে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার । শিক্ষা , স্বাস্থ্য , পানীয়জল ও অন্যান্য পরিষেবা প্রদানে এসেছে ঊর্দ্ধগতি । ডম্বুর , ত্রিপুরেশ্বরী মন্দির সহ পর্যটন সম্ভাবনাময় বিভিন্ন অঞ্চলকে একত্রিতকরণের মাধ্যমে রূপরেখা স্থির করে কাজ করছে সরকার । এই অঞ্চল শুধুমাত্র নিজেদের আর্থিক সমৃদ্ধি নয় , গোটা রাজ্যের অর্থনৈতিক বিকাশে অগ্রনী ভূমিকা নেবে । গন্ডাছড়া , করবুকের মত যে অঞ্চলগুলিতে কর্মচারিরা আগে কাজে যোগ দেওয়াকে শাস্তিমূলক দৃষ্টিকোণ থেকে দেখতেন , বর্তমানে অত্যাধুনিক পরিকাঠামো উন্নয়নের ছোঁয়ায় সেই কর্মচারিরাই কাজ করতে উৎসাহী হচ্ছেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য