দেশের নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সংসদে পেশ হয়েছে ৩৩ শতাংশ মহিলা বিল। যে বিল ধনী ভোটে গৃহীত হয়।আনুষ্ঠানিকভাবে সংসদে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ বিল পাস হলেও এর কার্যকারিতা নিয়ে চলছে এখন গোটা দেশ জুড়ে চর্চা। দেশের কেন্দ্রীয় সরকার মহিলাদের কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে কাজ করে চলেছে। এক্ষেত্রে পিছিয়ে নেই ত্রিপুরাও। খেলাধুলার মধ্য দিয়ে ছোট্ট এই পার্বত্য রাজ্যকে একটা আলাদা পরিচিতি এনে দিয়েছে রাজ্যের মহিলা ক্রীড়াবিদরা। আর একে আরও বেশি করে প্রসারিত করার লক্ষ্যে খেলাধুলায় মহিলাদের ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয় রাজধানী আগরতলার প্রজ্ঞাভবনে। জাতীয় মহিলা কমিশনের সহায়তায় ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে আয়োজিত একদিনের এই সেমিনারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজের ছাত্রীরা অংশ নেয়। সকালে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার সরকার পক্ষের মুখ্য সচেতক কল্যাণী রায়, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সহ আরো বিশিষ্ট জনেরা। এদিনের এই সেমিনার প্রসঙ্গে মুখ্য সচেতক কল্যাণী রায় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, অত্যন্ত সময়োপযোগী আলোচনা। রাজ্যের প্রতিভাবান মহিলা খেলোয়াড়ের অভাব নেই। তৃণমূলস্তর থেকে তাদেরকে তুলে আনার লক্ষ্যে এই সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মহিলা খেলোয়ারদের তুলে আনার জন্য আন্তরিক প্রচেষ্টা জারি রেখেছে রাজ্য সরকার।