Monday, December 23, 2024
বাড়িখবররাজ্যআড়ালিয়া এলাকায় প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী

আড়ালিয়া এলাকায় প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী

চিকিৎসকদের যাবতীয় চেষ্টা বিফলের দিকে ঠেলে দিয়ে জীবনযুদ্ধে হেরে গিয়ে অবশেষে অচেনা দেশে পাড়ি দিলেন কবিতা বহেনজি। তিনি ছিলেন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা এবং বাংলাদেশ শাখার ইনচার্জ। গত বেশ কিছুদিন ধরেই তিনি আগরতলায় একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবিতা বহেনজি। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে বিভিন্ন মহলে নেমে আসে শোকের ছায়া। দুপুরে প্রয়াতের মরদেহ আগরতলা শহরতলী আড়ালিয়া এলাকায় প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হলে তার সহকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। এদিকে কবিতা বহেনজির প্রয়াণের খবর পেয়ে আড়ালিয়ায় ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেখানে প্রয়াতের প্রতিকৃতিতে শেষ শ্রদ্ধা জানিয়ে তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন মুখ্যমন্ত্রী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য