আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ এবং জি বি পি হাসপাতালের পরিষেবা প্রদানের দিকটি নিয়ে ফের প্রশ্ন তুলতে শুরু করেছে রোগীর আত্মীয় পরিজনরা। তাদের পরিষ্কার কথা হাসপাতাল কর্তিপক্ষ পরিষেবা দেবে – না, রোগী কিংবা তার আত্মীয় পরিজনরা হাসপাতালকে পরিষেবা প্রদান করবে। বুধবার আগরতলার জিবি হাসপাতালের ট্রমা সেন্টারের সামনে দুর্ঘটনাগ্রস্থ রেফার করা এক মুমুর্শ রোগীকে নিয়ে ট্রলির অভাবে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন হাসপাতালে পরিষেবা নিতে আসা এক মুমুর্শ রোগীর পরিবারের লোক। তিনি জানান তার দাদুকে একটি বাইক সজোরে ধাক্কা মারে। এতে তার দাদু রক্তাক্ত হয়। সাথে সাথে সোনামুড়া প্রাথমিক হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়। সে মোতাবেক তারা তার দাদুকে জিবিতে নিয়ে আসলে সেখানে ট্রমা সেন্টারের সামনে কোন ট্রলি না পেয়ে দীর্ঘ প্রায় আধা ঘন্টা অপেক্ষা করতে হয়। আর এর পরই হাসপাতাল কর্তিপক্ষের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে রোগীর পরিজন। সচেতন মহলের অভিমত এদিকটি এদিন দেখিয়ে দিল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জি বি’র পরিষেবা প্রদানের দিকটি যে এখনো কতটা তিমিরে রয়েছে। দাবি উঠছে অতিসত্বর পরিষেবা প্রদানের এই সাধারন দিকগুলির প্রতি নজর দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার। অন্তত রোগীর পরিষেবা প্রদানের ক্ষেত্রে যাতে কোন ব্যাঘাত না আসে।



