Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্যবিধানসভা নির্বাচনের টিকিট না পেয়ে তখন থেকেই বেশুরু ছিলেন দল ত্যাগিরা, রাজ্যে...

বিধানসভা নির্বাচনের টিকিট না পেয়ে তখন থেকেই বেশুরু ছিলেন দল ত্যাগিরা, রাজ্যে পা রেখে দল ত্যাগীদের উদ্দেশ্যে এমন ভাবেই সুর চড়ালেন মহারাজা প্রদ্যুৎ কিশোর

বিধানসভা নির্বাচনে দলীয় টিকিট না পেয়ে তখন থেকেই বেসুরু ছিলেন দল ত্যাগীরা। তবে প্রত্যেকেরই নতুন দলে যোগদান করার গনতান্ত্রিক অধিকার আছে। তাদের জন্য শুভ কামনা জানান তিনি। শুক্রবার রাজ্যে পা রেখেই সম্প্রতি দল ত্যাগীদের সম্পর্কে এভাবেই সাফাই দিলেন তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এম ডি সি প্রদ্যুত কিশোর দেববর্মণ। তিনি জানান তিপ্রা মথা আগে নয় তিপ্রাসা আগে। তাদের একটাই দাবি তিপ্রাসাদের জন্য সাংবিধানিক সলিউশান। এদিন বুবাগ্রা এমনটাও জানান বিরোধী দল হয়ে কোন কম্প্রোমাইজ না করে দেশের প্রধানমন্ত্রী,গৃহমন্ত্রীদের সাথে দেখা করে তাদের অধিকার নিয়ে কথা বলা ততটা সহজ নয়। তবে শ্রীদাম দেববর্মা , দীনেশ দেববর্মাদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন নতুন করে দল বানানো সহজ। কিন্তু দলকে পরিচালিত করা খুবই কঠিন। তবে তিনি এমনটাও বলেন যেহেতু তারা তিপ্রা ল্যান্ড নিয়ে আন্দোলন করবে তিপ্রাসাদের জন্য তাদেরও দিল্লিতে গিয়ে কথা বলা প্রয়োজন। তিপ্রাসাদের অধিকার আদায়ে দিল্লিতে সবাইকে একসাথে কথা বলতে হবে। প্রসঙ্গত গত কয়েকদিন আগেই তিপ্রা মথার বিরুদ্ধে বিষোদগার করে তিপ্রা মথা ত্যাগ করে নতুন তিপ্রা ল্যান্ড স্টেট পার্টি গঠন করে এর ব্যানারে তিপ্রাসাদের জন্য আন্দোলন করার ঘোষণা দিয়েছিলেন তিপ্রামথা ত্যাগী শ্রীদাম দেববর্মা , দীনেশ দেববর্মারা। সেই প্রসঙ্গে এদিন এম বি বি বিমানবন্দরে পা রেখেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে এব্যাপারে স্পষ্ট করতে গিয়ে একথা বলেন প্রদ্যুত কিশোর দেব বর্মণ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 + six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য