Monday, December 23, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদরাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের হাত ধরে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে...

রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের হাত ধরে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে উদ্বোধন হলো পাঁচ দিবস ব্যাপী এন.এস.এস-এর বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবির

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
উল্লেখ্য থাকে,, তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার থেকে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের হাত ধরে উদ্বোধন হলো পাঁচ দিবস ব্যাপী এন.এস.এস-এর বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবির। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যসচেতক। এদিনের এই অনুষ্ঠানে মুখ্যসচেতক ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ মিহির পাল, তেলিয়ামুড়া মহাকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা, এন.এস.এস-এর প্রোগ্রাম অফিসার নিশু শুক্ল দাস সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে রক্তদান শিবির ও অনুষ্ঠিত হয়। এদিনের এই রক্তদান শিবিরে ২৫ জন ছাত্র-ছাত্রী স্বেচ্ছায় রক্ত দান করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রীমতি সাহা রায় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,, ছাত্র-ছাত্রীদের সঙ্গে আমার একটা আলাদা আবেগ জড়িত। তাই যখনই ছাত্র-ছাত্রীদের থেকে ডাক পাই চেষ্টা করি তাদের তাকে সাড়া দিয়ে তাদের সাথে আনন্দে সামিল হতে। তাছাড়া রক্তদান সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন,, রক্তের কোন জাত-পাত-ধর্ম-বর্ণ হয় না। রক্তের এটাই পরিচয়, রক্তের রং লাল। দেশের বিজ্ঞানীরা বর্তমানে অনেক অভাবনীয় জিনিস আবিষ্কার করলেও রক্ত আবিষ্কার করা সম্ভব হয়নি। তাই রক্তের গুরুত্ব অপরিসীম। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের পড়াশুনা করে সমাজে মানুষের মতো মানুষ হওয়ার বার্তা দেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়িকা।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য