শারদীয় দুর্গোৎসব আর হাতে মাত্র এক মাস বাকি তার আগেই রাজধানী আগরতলা শহরে ছিনতাইবাজ ও চোরের দখল করে নিয়েছে। আগরতলার বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত চোর ও ছিনতাইবাজের কারণে সাধারণ মানুষের চলাফেরা দায় হয়ে দাঁড়িয়েছে। পুলিশ প্রশাসন প্রত্যেকটি ঘটনার এই মামলা নিয়ে তদন্ত শুরু করলেও এক দুটো চুনোপুটি চুরও ছিনতাইবাজদের ধরে তদন্ত কার্য শেষ করে ফেলেন কিন্তু দাগিচোর ও ছিনতাইবাজরা ধরা ছোয়ার বাইরে থেকে যান তাতে করে তাদের দাপট আরো বেশি বেড়ে যায়। বৃহস্পতিবার বটতলা ফাড়ির পুলিশ আগরতলার গঙ্গাইল রোড থেকে তিন ছিনতাই বাজকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা হলেন প্রসেনজিৎ ভট্টাচার্জী প্রসেনজিৎ সরকার ও সানিকর নামে তিন ছিনতাই বাজকে আটক করে। গত তিনদিন আগে বাবুল দেব নামে এক ব্যক্তির মোবাইল বড়তলা বাজার থেকে ছিনতাই করে নিয়ে যায় এই বিষয়ে বাবুল দেব বটতলা ফাঁড়িতে এফ আই আর করেন। বটতলা ফাড়ির পুলিশ মামলা হাতে নিয়ে মোবাইল ট্রেক করে বৃহস্পতিবার গঙ্গার রোড থেকে প্রথমে প্রসেনজিৎ চক্রবর্তীকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে প্রসেনজিৎ সরকার ও সানি কর কে আটক করে বটতলা ফাড়িতে নিয়ে আসে। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে বটতলা ফাড়ির ওসি দেবব্রত বিশ্বাস বলেন আটকৃত তিনজনের কাছ থেকে মোবাইল উদ্ধার করা হয়েছে তিনজনকে জিজ্ঞাসাবাদ করার পর আদালতে তোলা হবে বলে জানান তিনি ।