আমাদের চাকরি দাও না হলে বিষ দাও এই প্লে-কার্ডকে হাতে নিয়ে রবিবার আগরতলা বিক্ষোভ কর্মসূচি পালন করল চাকরি প্রত্যাশী একাংশ যুবক-যুবতী। সেই সঙ্গে তারা দাবি জানায় অবিলম্বে তাদের চাকরিতে নিয়োগ করতে । ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে কর্মচারী নিয়োগের জন্য জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড’র(জেআরবিটি) মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষা নেওয়ার প্রায় ৩ বছর সময় অতিক্রান্ত হয়ে গেলেও জেআরবিটি কর্তৃপক্ষ কোন অজ্ঞান কারণে এর ফল প্রকাশ ও পরীক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ করছে না বলে অভিযোগ। তাই এদিন আবারো আগরতলার অফিস লেনের জেআরবিটি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকরির প্রত্যাশীরা। এই পরীক্ষায় বসা চাকরি প্রত্যাশীদের বক্তব্য কেন তাদের মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে না। তাদের দাবি অবিলম্বে সরকারকে পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। এই দাবিতে তারা একাধিকবার আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। সেই সঙ্গে রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্যসহ সরকারের বিভিন্ন জায়গায় ডেপুটেশন প্রদান করেছেন। এমনকি গত ১৬জুলাই ত্রিপুরা বিধানসভায় মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন যে খুব দ্রুত জেআরবিটি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। কিন্তু এরপরও দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে গেলেও ফল এখনো প্রকাশিত হয়নি। এদিন আবার মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে তারা আবেদন জানান বছরের পর বছর এভাবে তাদেরকে ঝুলিয়ে না রেখে অবিলম্বে যেন সরকার এই পরীক্ষার ফল প্রকাশ করে।এদিন বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহণকারী চাকরি প্রত্যাশী বেকার যুবক-যুবতীরা হাতে চাকরির দাবী সম্বলিত প্লে-কার্ড নিয়ে রেখে ছিল। এর মধ্যে একটি প্লে-কার্ড সকলের নজর কাড়ে, তাতে লেখা ছিল আমাদের চাকরি দাও না হলে বিষ দাও।