ধনপুর এবং বক্সনগর কেন্দ্রের উপনির্বাচনে প্রত্যাশিতভাবেই বিপুল ভোটে জয় পেলেন শাসক দল বিজেপির দুই প্রার্থী। জয়ী প্রার্থীরা হলেন ধনপুরের বিন্দু দেবনাথ এবং বক্সনগরের তফাজ্জল হোসেন । দুই কেন্দ্রেই বাজিমাত করলো শাসকদল বিজেপি। গত ৫ সেপ্টেম্বর ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন সম্পন্ন হয়েছিল। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায় শুক্রবার সকাল আটটায় শুরু হয় ভোট গণনা। সোনামুড়া গার্লস এইচএস স্কুল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ভোট গণনা। গণনা শুরু থেকেই একটি আভাস পাওয়া গিয়েছিল। প্রথম থেকেই বিজেপির আধিপত্য লক্ষ্য করা গেছে। প্রথম রাউন্ড থেকে ষষ্ঠ রাউন্ড পর্যন্ত ধারাবাহিকভাবে বিজেপির ভোট শেয়ারিং বাড়তে থাকে। ধনপুর বিধানসভা কেন্দ্রের ষষ্ঠ রাউন্ড গণনা শেষে বিজেপির প্রাপ্য ভোট ভোট শেয়ারিং দাড়ায় ৩০ হাজার ১৭ ভোট। অন্যদিকে সিপিআইএমের ভোট দাঁড়ায় ১১১৪৬। এই কেন্দ্রে বিন্দু দেবনাথ ১৮৮৭১ ভোটে জয়ী হন। অপরদিকে বক্সনগর বিধানসভা কেন্দ্রে ষষ্ঠ রাউন্ড গননার শেষে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন পেয়েছেন ৩৪ হাজার ১৪৬ টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী মিজান হোসেন পেয়েছেন মাত্র ৩৯০৯ টি ভোট। বক্সনগর কেন্দ্রে দুইজন নির্দল প্রার্থী ছিলেন। তারা হলেন মোহাম্মদ সেলিম এবং রতন হোসেন। মোঃ সেলিম পেয়েছেন ১৮১টি ভোট অন্যদিকে রতন হোসেন পেয়েছেন ১৪৪টি ভোট। সবচেয়ে বড় বিষয় হলো এই কেন্দ্রে নোটায় পরেছে ৪৩৩টি ভোট। বক্সনগরে কার্যত ৩০ হাজার ২৩৭ ভোটের ব্যবধানে মিজান হোসেনকে হারিয়ে বিধানসভা নির্বাচনে কার্যত রেকর্ড করল তফাজ্জল হোসেন। রাজ্য বিধানসভার ইতিহাসে এত বিশাল ব্যবধানে জয় অতীতে কখনো লক্ষ্য করা যায়নি। দুই কেন্দ্রেই সহজ জয় পাওয়ায় বিধানসভায় বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩। এদিকে দুই কেন্দ্রের উপনির্বাচনের শাসক দলের প্রত্যাশিত জয়ের সঙ্গে ছড়িয়ে পড়তেই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে তৈরি হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কর্মী সমর্থকরা বাজি ফটকা ফাটিয়ে আনন্দে মেতে উঠে।