Sunday, December 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদসিপি আই এম দলের ডাকে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ ও বেকারের কর্মসংস্থান সপ্তাহব্যাপী প্রচার...

সিপি আই এম দলের ডাকে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ ও বেকারের কর্মসংস্থান সপ্তাহব্যাপী প্রচার কর্মসূচীর অঙ্গ হিসেবে খোয়াইয়ের পদ্মবিলে অনুষ্ঠিত হলো মিছিল ও সভা

খোয়াই প্রতিনিধিনি ৭ই সেপ্টেম্বর….দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ, বেকারের কর্মসংস্থান, একশো দিনের কাজ, বন আইন সংশোধন বিল বাতিল ও কৃষি ও কৃষকের জীবনে সংকট দূরীকরণ সহ অন্যান্য দাবীতে সপ্তাহব্যাপী প্রচার কর্মসূচীর অঙ্গ হিসেবে বৃহস্পতিবার খোয়াইয়ের পদ্মবিলে অনুষ্ঠিত হয় মিছিল ও সভা।সি পি আই এম র মহকুমা কমিটির ডাকে ছিল এদিনের এই কর্মসূচী।২০২৩ সালের বিধানসভা নির্বাচনের পর পদ্মবিলে এদিনই ছিল প্রথম পার্টির প্রকাশ্য কোন কর্মসূচী।বেলছড়া, কে এম আর ও রামচন্দ্রঘাট সহ মহকুমার বিভিন্ন প্রান্তের পার্টির নেতা কর্মী সমর্থক সহ অন্যান্য অংশের লোকজন মিছিল সভায় সামিল ছিলেন।পদ্মবিল বাজার থেকে বিকেল তিনটা নাগাদ শুরু হয় মিছিল।শ্লোগান মিছিলটি পদ্মবিল বাজারের আশেপাশের পথ পরিক্রমা শেষে আবার ফিরে আসে পদ্মবিল বাজারের নাট মণ্ডপ প্রাঙ্গণে।পার্টিনেতা হরেন্দ্র দেববর্মার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সি পি আই এম র জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা, মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা ও রাজ্য কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস।বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, গোটা দেশের মানুষ মোদি সরকারের জনস্বার্থ বিরোধী নীতি পরিবর্তনে লড়াই সংগ্রামের ময়দানে সোচ্চার।ডাবল ইঞ্জিনের সুশাসনের নামে বি জে পি দেশে ও রাজ্যে দানবীয় অপশাসন কায়েম করেছে।মানুষের জীবন জীবিকার ওপর দুর্বিষহ আক্রমণ নামিয়ে আনা হচ্ছে।বেকারের কর্মসংস্থান বন্ধ।দ্রব্যমূল্য সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে।একশো দিনের কাজ থেকে বঞ্চিত গরীব শ্রমজীবী মানুষ।কৃষি ও কৃষকের জীবনে নেমে এসেছে অভূতপূর্ব সঙ্কট।উপজাতিদেরকে বনের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।দিকে দিকে তাই মানুষ সঙ্ঘবদ্ধ আন্দোলনে সামিল।এই আন্দোলনকে আরো তীব্র করে মোদি সরকারের বিদায়ঘন্টা বাজাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য