Monday, December 23, 2024
বাড়িখবররাজ্যজুট মিলের শ্রমিক কর্মচারীদের হুঁশিয়ারি

জুট মিলের শ্রমিক কর্মচারীদের হুঁশিয়ারি

ত্রিপুরা জুট মিলের সমস্ত স্তরের শ্রমিক কর্মচারী পেনশনরা দীর্ঘদিন ধরেই বঞ্চনার শিকার। তাদের এই বঞ্চনা দূর করার জন্য চলছে লাগাতর আন্দোলন কর্মসূচি। এমনকি দাবি আদায়ের জন্য সর্বোচ্চ আদালত পর্যন্ত দারস্ত হয় তারা। উচ্চ আদালত শ্রমিকদের পক্ষে রায় দিলেও সরকার ও জুটমিল কর্তৃপক্ষ তা কার্যকর করছে না। তাই ত্রিপুরা উচ্চ আদালতে আদালত অবমাননারও মামলা দায়ের করা হয়। সুপ্রিম কোর্ট হাইকোর্ট নির্দেশিত অধিকার প্রাপ্ত বেতন ভাতার বেনিফিট না দেওয়ার উদ্দেশ্যে রাজ্য সরকার জুটমির কর্তৃপক্ষকে দিয়ে জুটমিল কর্মীদের উপর নানা ধরনের হজ্জ্বতি করে চলেছেন। বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন জুটমিল শ্রমিক কর্মচারী, পেনশনারদের যৌথ আন্দোলন কমিটির আহ্বায়ক ধনমনি সিংহ। সাংবাদিক সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন জুট মিল কর্তৃপক্ষ সহ সরকার পক্ষ জুট মিল আবাসনে বৈধভাবে বসবাসরত শ্রমিক কর্মচারীদের উচ্ছেদ আদেশ জারি করে তাদের উপর অশান্তি ও চাপ সৃষ্টি করে চলেছে। এনিয়ে আদালতে মামলা দায়ের করা হলে আদালত উচ্ছেদ আদেশের উপর স্থগিতাদেশ জারি করলেও জুটমিল কর্তৃপক্ষ আদালতের সেই আদেশ অমান্য করে চলেছেন। তাই আবাসন থেকে আবাসনকারীদের উচ্ছেদ আদেশ প্রত্যাহার সহ অনৈতিক বোর্ডের সিদ্ধান্ত বাতিল করা, আদালতের রায় মোতাবেক জুট মিলের শ্রমিক কর্মচারী ও পেনশনারদের প্রাপ্য বেতন ভাতা মিটিয়ে দেওয়ার দাবি জানান তারা। অবিলম্বে সরকার দাবি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে বাধ্য হয়েই জুট মিলের শ্রমিক কর্মচারীরা আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে সাংবাদিক সম্মেলনে হুঁশিয়ারি বার্তা দিলেন সংগঠনের আহ্বায়ক শ্রী সিংহ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য