মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আগরতলা এমবিবি কলেজের রবীন্দ্র হলে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। এম বি বি কলেজের প্রাক্তনীদের উদ্যোগে আয়োজিত এদিনের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকসভার সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা। কলেজ প্রাঙ্গণে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এর মধ্য দিয়ে শুরু হয় এদিনের এই আলোচনা সভা। আলোচনা সভায় বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন অতিথি বক্তারা। সাংসদ রেবতী মোহন ত্রিপুরা এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে জানান এমবিবি কলেজের একটা সুনাম রয়েছে। এই কলেজের বহু ছাত্র-ছাত্রী এখন দেশ-বিদেশে সুনামের সাথে কাজ করছে। আগামী দিনেও যাতে এই সুনাম বজায় থাকে সেটাই এখন অন্যতম কাজ।