ন্যাশনাল ওরাল হেলথ প্রোগ্রামের অঙ্গ হিসেবে রাজ্যের দন্ত চিকিৎসকদের মান উন্নয়নের লক্ষ্যে ইন্ডিয়ান ডেন্টাল এসোসিয়েশনের সহযোগিতায় জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে আয়োজন করা হয় এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। আগরতলা প্রজ্ঞা ভবনে একদিনের এই কর্মশালায় অংশ নেন রাজ্যের বিভিন্ন প্রান্তের ডেন্টাল সার্জনরা। শুক্রবার সকালে গুরুত্বপূর্ণ এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশীষ বসু সহ উচ্চপদস্থ আধিকারিকরা। কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসকরা এমন একটা পেশার সাথে জড়িত যাদের কাজ মানুষকে শুধু সুস্থ রাখায় নয়, জন্ম মৃত্যুর পরেও তাদের একটা অন্যতম ভূমিকা রয়েছে। এরপরেও প্রায় সময় দেখা যায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার ক্ষেত্রে রোগীর পরিজনেরা চিকিৎসকদের উপর চড়াও হয়। যা কখনো কাম্য নয়। তিনি আরো বলেন রাজ্যে স্বাস্থ্য পরিষেবা এখন অনেকটাই উন্নত হয়েছে। এবারের বাজেটেও স্বাস্থ্য ক্ষেত্রে মোটা অংকের অর্থ বরাদ্দ রাখা হয়েছে। রাজ্যে ডেন্টাল সার্ভিস রুল আগেও ছিল, কিন্তু এর কোন সুফল ছিল না। বর্তমান সরকার নতুন করে ডেন্টাল সার্ভিস রুল তৈরি করেছে। যার সুফল প্রত্যেকেই এখন লক্ষ্য করছেন।