খবরে প্রকাশ,, তেলিয়ামুড়া থানাধীন দক্ষিণ পুলিনপুর এলাকায় অসম আগরতলা জাতীয় সড়কের পাশে একটি টমটম দাঁড় করিয়ে রাস্তার পাশে গল্প করছিল শক্তি দাস, সঞ্জয় দাস ও টিঙ্কু সরকার নামের ৩ ব্যাক্তি। তখনই আচমকাই ঝড়ের গতিতে একটি ডাম্পার গাড়ি এসে পেছন দিক থেকে টমটমে ধাক্কা দিয়ে রাস্তার পাশে দুর্ঘটনা গ্রস্থ হয় গাড়িটি। গাড়ির ধাক্কায় দুমড়ে মুছড়ে যায় টমটম’টি। এদিকে ডাম্পার গাড়ির চালক টমটমটিকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়। পরবর্তীতে দুর্ঘটনার বিকট আওয়াজ শুনতে পেয়ে পার্শ্ববর্তী বাড়ি ঘরের লোকজন ছুটে এসে প্রত্যক্ষ করতে পারে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শক্তি ও সঞ্জয়। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে তড়িঘড়ি ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় শক্তি ও সঞ্জয়’কে উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে। হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওই ২ ব্যাক্তি তথা শক্তি ও সঞ্জয়কে মৃত বলে ঘোষণা করে। কিছুক্ষণ পর টমটম চালক টিঙ্কু সরকারকে এলাকাবাসীরা উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে। সেখানে নিয়ে এলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করে। এদিকে ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পৌঁছায় পুলিশ। দক্ষিণ পুলিনপুর এলাকার এই ভয়াবহ দুর্ঘটনা’কে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।