খোয়াই প্রতিনিধি ২২ শে আগস্ট..খোয়াই বেলফাং এলাকা থেকে নাকা চেকিং চলাকালীন সময়ে এক ব্যক্তির কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ ।ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায় মঙ্গলবার বিকেল আনুমানিক ৫:৩০ মিনিট নাগাদ খোয়াই থানাধীন বেলফাং এলাকাতে নাকা পয়েন্টে পুলিশের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে আগরতলা রাধানগর বাস স্ট্যান্ড থেকে খোয়াই অভিমুখে আসা একটি শীত তাপ নিয়ন্ত্রিত গাড়ি পাহাড়ি কন্যা য়ার নম্বর TR-03-1460 সেই গাড়ির এক যাত্রী তথা নেশা কার বাড়ি নাম নিখিল ঘোষ (৪৫) পিতা মরন ঘোষ বাড়ি খোয়াই অরবিন্দ পার্ক সংলগ্ন ভোলাগিরি মন্দিরের পাশে। সে যাত্রী সেজে গাড়ি করে আসছিল খোয়াইতে । নেশা কারবারি নিখিল ঘোষের একটি লাল রঙের ব্যাগে পুলিশ তল্লাশি চালিয়ে সর্বমোট ৭ টি সাবানের কেইসের মধ্যে প্রতিটি তে ১২.৪০ গ্রাম করে সর্বমোট প্রায় ৮৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় যার বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা বলে জানায় পুলিশ। পরবর্তী সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় খোয়াই থানায় । এদিনের এই অভিযানের নেতৃত্ব দেন এসডিপিও খোয়াই পোষণ কান্তি মজুমদার বাইজলবাড়ি থানার ওসি সহ পুলিশ ও টি এস আর বাহিনীর জাওয়ানরা উপস্থিত ছিলেন। সংস্কৃতির শহর খোয়াই কে কিছু সংখ্যক নেশা কারবারীরা কুলুষিত করছে বলে খোয়াইয়ের শুভবুদ্ধি সম্পন্ন জনগণের অভিযোগ রয়েছে। যদিও পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষা করার এবং নেশা সামগ্রী কারবার বন্ধ করার ক্ষেত্রে কিছুতেই লাগাম টানা সম্ভব হচ্ছে না। যদিও পুলিশ জানিয়েছেন এইরকম গোপন খবরের ভিত্তিতে অভিযান জারি থাকবে আগামী দিন। খোয়াই এর আপামর জনগণ আশাবাদী আগামী দিনে নেশা সামগ্রী কারবার বন্ধ করতে পুলিশ আরো সক্রিয় হবে।