ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই শারদীয় উৎসবের কাউন্ট ডাউন। প্রতিটি ক্লাবে ক্লাবে চলছে জোরদার প্রস্তুতি। পুজোর আয়োজনের পাশাপাশি এবারো বিভিন্ন ক্লাব কিংবা সংস্থা পূজাকে কেন্দ্র করে আয়োজন করতে চলেছে নানা কর্মসূচি। আর তাতে এবারও শামিল হলেন আগরতলা পৌর নিগমের ৩৯ নং ওয়ার্ড। স্থানীয় কর্পোরেটর অলক রায়ের বিশেষ উদ্যোগে সোমবার থেকে শুরু হয় শহর দক্ষিণাঞ্চলের সমস্ত রেজিস্টার ভুক্ত ক্লাব, সংঘ, সমিতি এবং সংস্থাগুলিকে নিয়ে শারদ সম্মাননা প্রদান। এই শারদ সম্মাননায় বিভিন্ন ক্যাটাগরিতে পূজা উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়। এবার সাতটি ক্যাটাগরির পাশাপাশি নতুন করে যুক্ত করা হয়েছে শ্রেষ্ঠ প্রতিমা শিল্পীকে সম্মাননা জানানো এবং সব দিক দিয়ে বিচার করে সেরার সেরা পুরস্কার প্রদান।এদিন সংবাদ মাধ্যমকে তারা জানান এই শারদ সম্মাননা কর্মসূচিতে শহর দক্ষিণাঞ্চলের যে সমস্ত পুজো উদ্যোক্তারা অংশ নিতে ইচ্ছুক তাদেরকে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবরের মধ্যে ওয়ার্ড অফিস চলাকালীন সময়ে আবেদন পত্র সংগ্রহ করে নাম নথিভুক্ত করতে হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্থানীয় কর্পোরেটর অলক রায়, সমাজসেবী সঞ্জয় সাহা, অসীম ভট্টাচার্য সহ আরো অনেকে।