নয় আগস্ট আন্তর্জাতিক উপজাতি দিবস পালনকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আগরতলার মুক্তধারা সভাকক্ষে এক কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচি পালনকে কেন্দ্র করে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিশ কুমার সাহা জানান এই দিবসকে কেন্দ্র করে ভারত বর্ষের জাতীয় কংগ্রেস সারা দেশ ব্যাপি আদিবাসি গৌরব পর্ব এই দিনে সুচনা করছে। এদিনটি উদযাপন করার জন্য সর্ব ভারতীয় কংগ্রেস কমিটি কতগুলি কর্মসূচি প্রত্যেক প্রদেশ কংগ্রেস কমিটিকে অর্পণ করেছে। এদিন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যে আদিবাসি গৌরব পর্বের সুচনা করে আদিবাসি গৌরব মহাসভা আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে রাজ্যের আদিবাসি জনগোষ্ঠীর প্রত্যেক প্রধানকে সম্মান প্রদান করা হয়। পাশাপাশি তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকেও এই মঞ্চে তুলে ধরা হয়। এদিন এই অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন বক্তারা রাজ্যের আদিবাসীদের অতীত, বর্তমান তাদের আর্থ সামাজিক দিক নিয়ে আলোচনা করেন।এই অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুদিপ রায় বর্মণ, প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত তথা সর্ব ভারতীয় কংগ্রেস নেতৃত্ব সরিটা লাইতপ্লাং প্রমুখ।



