মেরি মাটি মেরা দেশ। মিট্টি কোন নমন বীরো কা বন্ধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে ভারতীয় জনতা পার্টি দেশব্যাপী এই কর্মসূচি হাতে নিয়েছে। যার আনুষ্ঠানিক সূচনা হলো বুধবার। গৃহীত এই কর্মসূচি চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। দেশের সকল পঞ্চায়েতে অমৃত বাটিকা বানানোর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে করে অমৃত কলসে বিভিন্ন পঞ্চায়েত বিভিন্ন ওয়ার্ড থেকে বাটিকার মাটি সংগ্রহ করে রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হবে। বুধবার আগরতলা পৌর নিগমের ১৬ নং ওয়ার্ড অফিসে আয়োজিত অনুষ্ঠানে অমৃত কলসে বাটিকার মাটি সংগ্রহ করেন স্থানীয় কর্পোরেটর তথা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার। বাটিকা মাটি সংগ্রহের পাশাপাশি এদিন ওয়ার্ড অফিস চত্বরে বৃক্ষরোপনও করেন মেয়র। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মেয়র এই কর্মসূচি প্রসঙ্গে বলেন, বাটিকা মাটি সংগ্রহ করার মধ্য দিয়ে শপথ নেওয়া হয়েছে যে দেশের অখন্ডতা ও শান্তি রক্ষার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ। প্রতিটি ওয়ার্ড থেকে মাটি সংগ্রহ করে পৌর নিগমের কার্যালয়ে রাখা হবে। পরবর্তী সময়ে এই মাটি দিল্লিতে নিয়ে যাওয়া হবে। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে এবারও প্রতিটি বাড়িতে আগামী ১৩ আগস্ট থেকে টানা তিন দিন জাতীয় পতাকা উত্তোলন করা হবে।



