Saturday, January 24, 2026
বাড়িখবররাজ্যদপ্তরের কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে আচমকা অফিস পরিদর্শন অব্যাহত রাখলেন মৎস্য ও প্রাণিসম্পদ...

দপ্তরের কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে আচমকা অফিস পরিদর্শন অব্যাহত রাখলেন মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস

মাঝে কিছুদিন বিরত থাকার পর ফের নিজের হাতে থাকা দপ্তরের অফিস গুলির কর্মসংস্কৃতি খতিয়ে দেখতে আচমকা অফিস পরিদর্শনে নামলেন মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এবার তিনি সারপ্রাইজ ভিজিট করলেন আগরতলা কলেজ টিলা স্থিত মৎস্য দপ্তরের সুপারিনটেনডেন্ট এর কার্যালয়। বুধবার সকালে আচমকা তিনি পরিদর্শন করেন এই অফিসটি। কিন্তু অফিস পরিদর্শনকালে অফিসের কর্মসংস্কৃতি দেখে বেজায় ক্ষুব্ধ হন তিনি। মন্ত্রী যখন অফিস পরিদর্শন করছেন তখনও অফিসের অধিকাংশ কর্মচারী গড় হাজির। যা দেখে হতবাক মন্ত্রী নিজে। একইভাবে গোটা অফিস যেভাবে জঙ্গলাকীর্ণ হয়ে রয়েছে, তাতেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মূলত সাধারণ মানুষকে সঠিকভাবে সরকারি পরিষেবা দেওয়ার জন্য অফিসগুলিতে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতেই এভাবে আচমকা অফিস পরিদর্শন করছেন মন্ত্রি শ্রীদাস। আর একের পর এক নিজের হাতে থাকা অফিসগুলি পরিদর্শনে গিয়ে নিজের চোখে বেহাল অবস্থা প্রত্যক্ষ করছেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে যে সমস্ত কর্মচারীরা গরহাজির ছিলেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন এদিন মন্ত্রী। পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি জানান জনগণকে সরকারি সঠিক পরিষেবা দেওয়ার জন্য এধরনের সারপ্রাইজ ভিজিট আগামী দিনেও অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 + twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য