রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কাজকর্ম নিয়ে বুধবার অনুষ্ঠিত হলো এক পর্যালোচনা বৈঠক। রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও ছিলেন দপ্তরের অধিকর্তা স্মিতা মল, সচিব সহ উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সিডিপি ও, ডি আই এস ই, পি ও এবং ই টি অংশ নেয় এই বৈঠকে। গুরুত্বপূর্ণ এই বৈঠকে দপ্তরের কাজকর্মের পর্যালোচনার পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্প মিশন মুকুল নিয়েও আলোচনা করেন মন্ত্রীসহ দপ্তরের আধিকারিকরা। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। কিন্তু সেই কাজগুলি সঠিকভাবে বাস্তবায়িত করতে না পারলে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এর জন্য দপ্তরের কর্মীদের অনেকটা দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।



