খোয়াই প্রতিনিধি ৮ ই আগস্ট……জাতীয় হস্ত ও তাঁত দিনটিকে সামনে রেখে প্রতিবছর ৭ই আগস্ট ওই দিনটি পালন করা হয়।বিশেষ করে স্বদেশী আন্দোলনের কথা স্মরণে রেখেই এই দিনটি পালন করা হয়। সেই সঙ্গে হস্ত ও তাঁত শিল্পীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে তাঁত শিল্পীদের উৎসাহ দিতে এখন প্রতি বছর উদ্যোগ গ্রহণ করা হয় তাঁত মেলারও। তাঁতের তৈরি রিশা গামছা, ধুতি, শাড়ি পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুব কমই আছে। যে কোনও শুভ অনুষ্ঠানের সূচনা হয় তাঁতের তৈরি রিশা গামছা, শাড়ি, ধুতি, তাঁত বস্ত্র দিয়েই। তাঁতেরও এখন আধুনিকীকরণ হয়েছে। সফট্ ঢাকাই, হ্যান্ডলুমের কদর বর্তমানে অনেক বেড়েছে। তাঁত এবং হস্তশিল্প ভারতের গর্ব। তাকে বাঁচিয়ে রাখতে উদ্যোগী হতে হবে আমাদেরই। জাতীয় হস্ততাত দিবস উপলক্ষ্যে খোয়াই টাউন হলে সোমবার সারা দেশের সাথে দিবসটি উদযাপিত হয়। ঐ দিন অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে প্রথমেই অনুষ্ঠানে সূচনা করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন তাপস কান্তি দাস, অতিরিক্ত জেলা শাসক সুভাষচন্দ্র সাহা, মিলন তন্ত্র বায় সমবায় সমিতির সভাপতি বিজয় কুমার দেবনাথ সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এদিন এই অনুষ্ঠানে তাঁত শিল্পীদের হাতে বিভিন্ন শংসাপত্র তুলে দেওয়া হয়। ঐ দিন অনুষ্ঠানে মিলন তন্তু বায় সমবায় সমিতির সভাপতি বিজয় কুমার দেবনাথ উনার দীর্ঘ আলোচনা তে হস্তকারু ও হস্ততাত শিল্পের উন্নয়নের স্বার্থে শিল্পীদের অর্থনৈতিক বুনিয়াদ কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা করেন। তিনি এও বলেন রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে হস্ততাত শিল্পের শিল্পীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বন হওয়ার স্বার্থে রাজ্য সরকার অনেক সুবিধা প্রদান করছেন।আর তাতে করে হস্ত তাঁত শিল্পের চাহিদা ব্যাপক পরিমাণে বেড়ে গেছে । শুধু আমাদের ভারতবর্ষ নয় হস্ত তাঁত শিল্পের তৈরি সমস্ত জিনিসগুলি বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে।যার ফলে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে সেই সকল তাঁতি ভাইদের কে নিয়ে বিদেশ পাড়ি দিয়ে তাদের জিনিসপত্র বিভিন্ন স্টলের মাধ্যমে প্রদর্শন এবং বিক্রি করে তাঁত শিল্পের জগতে ভারতবর্ষের নাম আবারো উজ্জ্বল করেছে।এর জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার তাঁতি ভাইদের জন্য আধুনিক তাঁত যন্ত্রপাতি দিয়ে নানাভাবে সাহায্য করছে যাতে করে উন্নত মানের তাঁতের জিনিসপত্র তৈরি করে বাজার যত করতে পারে।শুধু তাই না এমনও দেখা গেছে তাঁত শিল্পের তৈরি সমস্ত জিনিসপত্র গুলি অন্যান গার্মেন্টস্ কোম্পানির বিভিন্ন কাপড়ের সাথে টক্কর দিয়ে সুনামের সাথে ব্যবসা করে চলেছে যা আমাদের জন্য খুবই গর্বের বিষয় বলে মন্তব্য করেন বিজয় কুমার দেবনাথ।



