Thursday, January 22, 2026
বাড়িখবররাজ্যত্রিপুরাকে নেশা এবং অনুপ্রবেশমুক্ত রাজ্য হিসেবে পরিণত করতে পুলিশ কর্মীদের আরো সচেতন...

ত্রিপুরাকে নেশা এবং অনুপ্রবেশমুক্ত রাজ্য হিসেবে পরিণত করতে পুলিশ কর্মীদের আরো সচেতন হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর

রাজা বীরচন্দ্র মানিক্যের রাজত্বকালে ১৮৭৩ -৭৪ সালে রাজ্যে পুলিশ প্রশাসন প্রথমবারের মতো স্থাপিত হয়। সেই থেকে যাত্রা শুরু রাজ্য পুলিশের ।দেখতে দেখতে ১৫০ বছর অতিক্রম করল রাজ্য পুলিশ। ১৫০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার প্রজ্ঞা ভবনে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় ।এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।প্রজ্ঞা ভবনের বাইরে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করে রাজ্য পুলিশ ।পরে প্রজ্ঞা ভবনে প্রায় দেড় ঘন্টা এই পর্যালোচনা বৈঠক চলে ।বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক থেকে শুরু করে সমস্ত উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা ।বৈঠকে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পর্যালোচনা বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান ,বৈঠকে রাজ্যকে নেশা মুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ।সংশ্লিষ্ট বিষয়ে পুলিশও বেশ সজাগ ।এই ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়ে এগোচ্ছে রাজ্য। নেশা কারবারিদের কোনমতেই ছেড়ে কথা বলা হবে না বলে জানান মুখ্যমন্ত্রী ।তিনি আরো জানান ,রোহিঙ্গা অনুপ্রবেশ সমস্যাটি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়াও পর্যালোচনা সভায় বক্তব্য রাখেন রাজ্যে পুলিশের মহা নির্দেশক সহ অন্যান্য উচ্চপদস্হ আধিকারিকরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য