Thursday, January 22, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদজলের ট্যাঙ্ক থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ।এই ঘটনা কে কেন্দ্র করে বৃন্দাবন...

জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ।এই ঘটনা কে কেন্দ্র করে বৃন্দাবন ঘাট এলাকার মধ্যে চাঞ্চলের এর সৃষ্টি হয়েছে

খোয়াই প্রতিনিধি ৭ আগস্ট…..সোমবার সকালে খোয়াই চেবরী স্থিত বৃন্দাবন ঘাট এলাকাতে একটি জলের ট্রাঙ্ক থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। এর পর এলাকা বাসি ঘটনার বিবরন দিয়ে সকাল ছয়টা নাগাদ সংশ্লিষ্ট এলাকা থেকে খোয়াই থানায় একটি খবর দেয় যে অপরিচিত এক ব্যক্তির মৃতদেহ জলের ট্যাংকে দেখা যাচ্ছে যথারীতি খবর পেয়ে ঘটনাস্থলে খোয়াই থানার পুলিশ পৌঁছায় মৃত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশের। প্রাথমিক তদন্তে জানতে পারে ওই মৃত ব্যক্তির নাম সন্তোষ গৌড় পিতা মনিন্দ্র গোড়, বাড়ি তুলাশিখর এলাকাতে বলে জানাযায় । সংশ্লিষ্ট এলাকার পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করছেন এই মৃত্যুর ঘটনা খুন না অন্য কিছু সে বিষয়ে সন্দেহ রয়েছে আর একে কেন্দ্র করেই খোয়াই থানার পুলিশ খবরটি কে চেপে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল সংবাদ মাধ্যমের কাছে। কিভাবে এই জলের ট্যাংকে মৃত দেহ আসলো সেই বিষয়টি নিয়েও বড় সন্দেহ প্রকাশ করছে এলাকা বাসি । জানা গেছে মৃত ব্যক্তি বিগত দিনে স্থানীয় এলাকার একটি ইট ভাট্টাতে শ্রমিক হিসেবে কাজ করতো এখন যদিও বর্তমানে কাজ করে না। সংশ্লিষ্ট এলাকার জনগণ বলাবলি করছেন যে পূর্ব কোন শত্রুতার জেরে ওই ব্যক্তিকে অন্য কোথাও খুন করে এখানে এনে ওই জলের ট্যাংকে মৃতদেহ ফেলে চলে যায়।ঘটনাটি কি নিছক খুন না একটি দুর্ঘটনা সেই বিষয়ে পুলিশ মুখ খুলতে নারাজ। এখন পর্যন্ত ওই মৃত ব্যক্তির দেহ খোয়াই জেলা হাসপাতালের মর্গে আছে, মৃত ব্যক্তির সঠিক অভিভাবক এখনো খুঁজে পাওয়া যায়নি এই বিষয়টিও সন্দেহজনক বলে ধারণা করা যাচ্ছে।এই মৃত্যুর ঘটনা কে কেন্দ্র করে খোয়াই থানার ওসি সংবাদ মাধ্যমকে এক প্রকার অন্ধকারেই রেখে দিয়েছেন সময় মত সঠিক খবর না দিয়ে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য