Thursday, January 22, 2026
বাড়িখবররাজ্যবিরোধী দল ছেড়ে ৬৩০ পরিবারের ২১০৯ জন ভারতীয় জনতা পার্টিতে যোগদান

বিরোধী দল ছেড়ে ৬৩০ পরিবারের ২১০৯ জন ভারতীয় জনতা পার্টিতে যোগদান

লোকসভা ভোট এখনো অনেকটা দেরি। কিন্তু এই ভোটের আবহে রাজ্যে শাসক দল মাঠে নেমে পড়েছে অনেক আগেই। রাজ্যে বিধানসভা ভোটে ফের শাসন ক্ষমতায় এসেই বলতে গেলে লোকসভা ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে বিজেপি। এরই ফলস্বরুপ দেখা যায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায়ই শাসক দলে যোগদানের খবর সামনে আসে। তবে এমনটা নয় যে বিরোধী দলেও জনগণ যোগদান করছে না। কিন্তু তুলনামূলক বিচারে এখনো পর্যন্ত বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে রাজ্যে শাসক দলে যোগদানের মাত্রাই অনেক বেশি। অন্তত রাজনৈতিক বিশ্লেষক মহল এমনটাই মনে করেন। সোমবারও এমন একটি চিত্র সামনে আসল কুমারঘাট থেকে। এদিন কুমারঘাট বাজারে হয় এক যোগদান সভা। পাবিয়াছরা মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই যোগদান সভায় এদিন কার্যত বিভিন্ন বিরোধী দলে ধ্বস নামিয়ে আনে রাজ্যের শাসক দল বিজেপি। এ প্রসঙ্গে এলাকার বিধায়ক ভগবান দাস জানান এদিন পাবিয়াছরা মণ্ডলের ৪৩ টি বুথ থেকে অর্থাৎ ৯ টি গ্রাম পঞ্চায়েত এবং চারটি এ ডি সি ভিলেজ থেকে ৬৩০ পরিবারের ২১০৯ ভোটার এদিন শাসক দল বি জেপিতে যোগদান করেন।তিনি এদিন এমনটাও জানান বিরোধী সি পি আই এম এবং কংগ্রেস থেকে বিভিন্ন ব্লক জেলা ও অঞ্চল স্তরের নেতৃত্বও এই সভায় এদিন যোগদান করেন। এই যোগদান সভাকে কেন্দ্র করে  এদিন কুমারঘাট এলাকায় ব্যাপক লোকসমাগম দেখা যায়।   

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য