Thursday, January 22, 2026
বাড়িখবররাজ্যশ্রদ্ধার সাথে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্র লাল...

শ্রদ্ধার সাথে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্র লাল সিংহের জন্ম জয়ন্তী

৭ই আগস্ট রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্র লাল সিংহের জন্মদিন। প্রতি বছরই শ্রদ্ধার সাথে যথাযোগ্য মর্যাদায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিনটি উদযাপন করে আসছে প্রদেশ কংগ্রেস। এবারও তার ব্যতিক্রম নয়। এবছর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্র লাল সিংহের ১১৬ তম জন্মদিন। তাই বিগত দিনের মতো সোমবার সকালেও আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্ম জয়ন্তী। এতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ প্রদেশ কংগ্রেস ও দলের বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব। উপস্থিত নেতৃত্ব প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শচীন্দ্র লাল সিংহ ছিলেন রাজ্যের জাতি উপজাতি সব অংশের মানুষের প্রিয় নেতা। তিনি শুধু এই রাজ্যের মুখ্যমন্ত্রীই ছিলেন না, রাজ্যের আদিবাসীদের কাছে ছিলেন কাছের মানুষ। রাজ্যের আদিবাসীদের উন্নয়নে পরিকাঠামোগত উন্নয়নে একজন মুখ্যমন্ত্রী হিসেবে সারা দেশের মধ্যে এই রাজ্যকে তুলে ধরেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তার ছিল অশেষ অবদান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য