দেশের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যেও সরকারি উদ্যোগে উদযাপিত নবম জাতীয় হ্যান্ডলুম দিবস। দেবশ্রী উপলক্ষে দিবসটি উপলক্ষে আগরতলা প্রজ্ঞা ভবনে হস্ততাত ও কারুশিল্প নিগমের উদ্যোগে আয়োজন করা হয় এক সেমিনার ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হস্ততাত ও কারুশিল্প নিগমের চেয়ারম্যান বলাই গোস্বামী। এছাড়াও ছিলেন হস্ততাত ও কারুশিল্প দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হস্ততাত শিল্পীরা অংশগ্রহণ করে একদিনের এই কর্মশালায়। দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে বলাই গোস্বামী জানান গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার ক্ষেত্রে বিশেষ করে মহিলাদের অর্থনীতিকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হস্ততাত ও কারুশিল্পের একটা অগ্রণী ভূমিকা রয়েছে। তাই এই শিল্পকে ধরে রাখতেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিবসটি পালনের উদ্যোগ নেয়।



