রক্তদান কর্মসূচি রাজ্যে এখন বিভিন্ন ক্লাব কিংবা সামাজিক সংস্থার কাছে অন্যতম প্রধান কাজ হিসেবে পরিণত হয়েছে। এমনিতেই ক্লাব গুলি প্রতিনিয়ত ব্লাড ব্যাংকের রক্তের স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে আয়োজন করে চলেছেন রক্তদানের মত মহতী কর্মসূচি। এর মধ্যে আবার প্রতিষ্ঠা দিবস বলে কথা। ক্লাবের বার্ষিক কর্মসূচির পাশাপাশি প্রতিষ্ঠা দিবস উপলক্ষেও কোন কোন ক্লাব আয়োজন করছেন রক্তদান শিবিরের। রবিবার সরকারি ছুটির দিন আরো একবার এমনটা দেখা গেল আগরতলা শিবনগরে এলাকায়। এদিন স্থানীয় শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল এর ৭১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত গুচ্ছ কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন অনুষ্ঠিত হলো স্বেচ্ছা রক্তদান শিবির। মহতি এই কর্মসূচিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর সুখময় সাহাসহ আয়োজক সংস্থার কর্মকর্তারা। এদিন শিবিরের উদ্বোধন করে মহতি এই কর্মসূচি আয়োজন করার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন, রাজ্যের ক্লাবগুলিতে এখন একটা সুস্থ পরিবেশ ফিরে এসেছে। সমাজ সেবামূলক কাজকর্মে এখন প্রতিনিয়ত সংঘটিত করে চলেছে ক্লাবগুলি। একটা ক্লাবে যখন সুস্থ পরিবেশ গড়ে ওঠে, এখন সেই এলাকাতেও ফিরে আসে শান্তির পরিবেশ। মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন সমাজের সব স্তরের লোকদের সাথে সখ্যতা রেখেই কাজ করে চলেছে বর্তমান রাজ্য সরকার। সরকারের সাথে সবার যাতে একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠে সেই চেষ্টাই করে চলেছে এই সরকার। লক্ষ্য একটাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা।



