Wednesday, January 21, 2026
বাড়িখবররাজ্যরবিবার অনুষ্ঠিত হল ভারতীয় জনজাতি মোর্চা সদর আরবান ডিসট্রিক কমিটির সম্মেলন

রবিবার অনুষ্ঠিত হল ভারতীয় জনজাতি মোর্চা সদর আরবান ডিসট্রিক কমিটির সম্মেলন

সামনেই লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই রাজ্যে ময়দান চষে বেরাচ্ছেন রাজ্যের শাসক দলীয় নেতা কর্মীরা। সেই লক্ষ্যে রবিবার বৃষ্টিস্নাত দিনকে উপেক্ষা করেও সাংগঠনিক কাজ জারি শাসক দলের। এদিন আগরতলার দশরথ দেব কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ভারতীয় জনজাতি মোর্চা সদর আরবান ডিসট্রিক কমিটির সম্মেলন। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি’র সহ সভাপতি পাতাল কন্যা জমাতিয়া, স্থানীয় কর্পোরেটর সহ দলের জনজাতি বিভিন্ন নেতৃত্বও। এই সম্মেলনের উদ্বোধন করে মন্ত্রী বিকাশ দেববর্মা এদিন তার বক্তব্যে রাজ্যের জনজাতিদের কল্যাণে সি পি আই এম এবং কংগ্রেসকে কাঠগড়ায় দাড় করান। তিনি সাফ বলেন রাজ্যে জনজাতিদের কল্যাণ যদি প্রকৃতভাবে কেউ করে তবে তা হল রাজ্যের শাসক দল বিজেপি। গত ৩৫ বছরে সি পি আই এমের শাসনে রাজ্যের জনজাতিরা অনেক পেছনে চলে গিয়েছে। শিক্ষা দীক্ষা স্বাস্থ্য সংস্কৃতি সব দিকে জনজাতিরা পেছনে চলে গিয়েছে তাদের শাসনকালে। রাজ্যে সরকার পরিবর্তন হবার পর তাদের উন্নতির জন্য কাজ করে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করতে হবে। এদিন তিনি বলেন বিগত সরকারের সময় রাজ্যে একলব্য মডেল স্কুল ছিল মাত্র ৪ টি। আর সরকার পরিবর্তনের পর আই বিগত পাঁচ বছরে রাজ্যে এই মডেল স্কুল বেরে দাঁড়িয়েছে ২১ টি। পাশাপাশি এই সরকারের সময়ে অন্যান্য বিভিন্ন দিকে কি কি উন্নতি হয়েছে সেই দিক তুলে ধরে সংগঠনকে মজবুত করার উপর গুরুত্ব আরপ করেন তিনি। এই সম্মেলনে এদিন বিভিন্ন নেতৃত্বরা বিভিন্ন সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য