ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশের তালিকায় নবম স্থান দখল করে খোয়াই জেলার লাল ছড়ার মেধাবী ছাত্র অঙ্কিত পাল। শুধু তাই নয়, রাজ্য সরকারের সুপার থার্টি স্কিমের আওতায় প্রশিক্ষণ নিয়ে বেনারসে আইআইটি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ারও সুযোগ পায় সে। উচ্চশিক্ষার এই সুযোগ অঙ্কিত পেলেও তার পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল হওয়ায়, সুযোগ যেন অনেকটা বাধা হয়ে দাঁড়ায়। শুধুমাত্র পরিবারের আর্থিক দুর্বলতার কারণে একপ্রকার অনিশ্চয়তার মধ্যে চলে যায় এই মেধাবী ছাত্রটির ভবিষ্যৎ। তাই নিরুপায় হয়েই অঙ্কিত সম্প্রতি দারস্ত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার। সেদিন মুখ্যমন্ত্রী অঙ্কিতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তার উচ্চশিক্ষার ক্ষেত্রে রাজ্য সরকার সর্বদা পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। একই সাথে মুখ্যমন্ত্রী বিভিন্ন সংস্থার কাছে আহবান রেখেছিলেন অঙ্কিতের ইচ্ছা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার। মুখ্যমন্ত্রীর এই আহবানে সাড়া দিয়ে মেধাবী ছাত্র অঙ্কিতের উচ্চ শিক্ষার জন্য তার পাশে দাঁড়ালো ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশন। বৃহস্পতিবার অ্যাসোসিয়েশন তার হাতে তুলে দিল এককালীন আর্থিক সহায়তা এক লক্ষ টাকার চেক। এদিন সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রীর হাত ধরেই অঙ্কিতের হাতে তুলে দেওয়া হয় এই চেক। এতে স্বাভাবিকভাবেই খানিকটা হলেও স্বস্তিতে অঙ্কিত ও তার পরিবার। এদিন মুখ্যমন্ত্রী অ্যাসোসিয়েশনের দেওয়া চেক অঙ্কিতের হাতে তুলে দিয়ে আবারো তাকে আশ্বস্ত করলেন রাজ্য সরকার তার পাশে রয়েছে। তার উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন ধরনের বাধা যাতে না হয়, তা দেখবে রাজ্য সরকার। মেধাবী ছাত্র অঙ্কিতের সুন্দর ভবিষ্যৎ কামনা করে তার পড়াশোনার জন্য সর্বোক্তভাবে সরকার পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।



