Wednesday, January 21, 2026
বাড়িখবররাজ্যরাজ্যের অন্যান্য জেলার সাথে পশ্চিম ত্রিপুরা জেলায় ও ইনটেন্সিফাইড মিশন ইন্দ্র ধনুশ...

রাজ্যের অন্যান্য জেলার সাথে পশ্চিম ত্রিপুরা জেলায় ও ইনটেন্সিফাইড মিশন ইন্দ্র ধনুশ ৫.০ লঞ্চ করা হয় বুধবার

রাজ্যের অন্যান্য জেলার সাথে পশ্চিম ত্রিপুরা জেলায় ও ইনটেন্সিফাইড মিশন ইন্দ্র ধনুশ ৫.০ লঞ্চ করা হয় বুধবার। এই ইনটেন্সিফাইড মিশন ইন্দ্র ধনুশ ৫.০ মুলত তিনটি পর্যায়ে হবে। প্রথম পর্যায় হবে ৭ থেকে ১২ আগস্ট। দ্বিতীয় পর্যায় হবে ১১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আর তৃতীয় পর্যায় হবে ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। এই ইনটেন্সিফাইড মিশন ইন্দ্র ধনুশ ৫.০ এ কো-উইন পোর্টালের মত সুবিধাভোগীরা ইউ উইন পোর্টালের মধ্যে নিজেদের আঁধার কার্ড বা যে কোন পরিচয় পত্রের সাথে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেণ। এই পোর্টাল থেকে সার্টিফিকেটও প্রদান করা হবে। পশ্চিম জেলা জেলাশাসকের কনফারেন্স হলে বুধবার পশ্চিম জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে অবগত করেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। তিনি জানান এর মুল লক্ষ্য হল যারা ড্রপ আউট তাদের কভার করা। পাশাপাশি যে সমস্ত জায়গায় ভ্যাক্সিনাইজেশান কম করা হয়েছে সেই সব জায়গায় ফোকাস বেশি করা হবে। এই কর্মসূচিতে ৫ বছরের মধ্যে শিশুরা টার্গেট বেনিফিসারির মধ্যে থাকছে। তা ছাড়া গর্ভবতী মাহিলাদের সাথে কৈশোর বয়সের মধ্যেও একসাথে কভার করা হবে। ইতিমধ্যেই জেলার সব জায়গায় সার্ভে করা হয়েছে। টার্গেট বেনিফিসারিও আইডেন্টিফায়েড করা হয়েছে। গর্ভবতী মাহিলা হল ৩৬৫ জন, ২ বছর পর্যন্ত শিশুদের সংখ্যা ১৩৩৫ জন, ২ থেকে ৫ বছর পর্যন্ত শিশুদের সংখ্যা হল ৫১০ যাদেরকে এই পরিষেবা প্রদান করা হবে। এছাড়া এর বাইরেও যদি কেউ থাকেন তবে তারাও এর আওতায় আসবেন এবং পরিষেবা পাবেন। এই সাংবাদিক সম্মেলনে এদিন অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য দফতরের বিভিন্ন আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য