দীর্ঘ চাকুরী জীবন থেকে অবসরে গেলেন ব্যাডমিন্টন প্রশিক্ষক তথা ক্রীড়া দপ্তরের অবসরপ্রাপ্ত শারীর শিক্ষিকা অনুভা পাল চৌধুরী। শ্রীমতি পাল চৌধুরী সরকারি চাকুরী জীবন থেকে অবসর গ্রহণ উপলক্ষে বুধবার এনএসআরসিসি স্টাফ কাউন্সিলের উদ্যোগে আয়োজন করা হয় এক বিদায় সম্ভাষণের। রাজধানী আগরতলা এনএসআরসিসিতে আয়োজিত এই বিদায়ী সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী টিংকু রায়। এছাড়াও ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। শ্রীমতি পাল চৌধুরীর হাতে স্মারক উপহার তুলে দেন মন্ত্রী শ্রী রায়। এই বিদায়ী সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় অবসরে যাওয়া শারীর শিক্ষিকার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, মেয়েরা যদি কিছু করতে চায় তাহলে সেটা সম্ভব। আর তাই করে দেখিয়েছেন অনুভা পাল চৌধুরী। সফলতার সাথেই কাজ করেছেন তিনি। কর্মজীবনে তৈরি করে গেছেন বহু ছাত্র। রাজ্যের পরিচিতিতে মেয়েদের একটা বিরাট ভূমিকা রয়েছে। তার জ্বলন্ত উদাহরণ দীপা কর্মকার থেকে শুরু করে আরো অনেকে।



