রাজ্যভিত্তিক অ্যাটলেটিক্স প্রতিযোগিতাকে সামনে রেখে জেলাভিত্তিক আসরে অংশ নেওয়ার জন্য বুধবার অনুষ্ঠিত হলো সদরের দল গঠন শিবির। আগরতলা শহরতলী এ ডি নগর ইংরেজি মাধ্যম স্কুল মাঠে আয়োজিত শিবিরে এএমসি এবং ঢুকলি এলাকার অ্যাথলেটরা অংশ নেয়। আগামী ১৭ই আগস্ট এই মাঠেই অনুষ্ঠিত হবে জেলা ভিত্তিক আসর। এতে অংশ নেবে মোহনপুর, রানীবাজার ও সদরের নির্বাচিত খেলোয়াররা। তাই জেলা আসরে অংশ নিতে সদরের দল গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত হয় এদিনের এই শিবির। শিবির থেকে পুরুষ ও মহিলা দুই বিভাগে মোট ৩০ জনকে বাছাই করা হয়। যারা আগামী দিন সদরের হয়ে জেলাভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।



