স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের সুবিধার্থে নতুন করে খুলল আরও একটি এটিএম কাউন্টার। যা রাজ্যে এস বি আই এর ২৬২ তম এটিএম কাউন্টার। আগরতলা রামনগর রোড নম্বর ৪ এর মাঝামাঝি এলাকায় তৈরি নতুন এই এটিএম কাউন্টারে বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এই নতুন কাউন্টার উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধন ছাড়াও উপস্থিত ছিলেন এস বি আই এর রিজিওনাল ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকরা। কাউন্টারের উদ্বোধন করে এদিন মেয়র দীপক মজুমদার বলেন, এই নতুন এটিএম কাউন্টার এলাকার মানুষের দারুন উপকার হবে। বিশেষ করে যারা বিভিন্ন কারণে ব্যাংকের দরজায় সহজে যেতে পারেন না তাদের ক্ষেত্রে এই কাউন্টার মুখ্য ভূমিকা নেবে। এই রামনগর এলাকার নাগরিকদের দীর্ঘদিনের দাবি ছিল একটি এটিএম কাউন্টারের। অবশেষে এসবিআই সেই দাবি পূরণ করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে অভিনন্দন জানান তিনি।



