ভারতের জনজাতি এলাকায় একলব্য মিশন রেসিডেন্সিয়াল ইস্কুলের ছাত্র ছাত্রীদের পুষ্টি এবং মানসিক সুস্থতা শীর্ষক চার দিবসীয় একটি কর্মশালার উদ্বোধন হয় বুধবার। ভারত সরকারের জনজাতি কল্যাণ মন্ত্রকের উদ্যোগে আয়োজিত রাজ্যের আগরতলার সোনারতরি রাজ্য অতিথিশালায় এই কর্মশালায় এদিন ভারতের ৬ টি রাজ্যের একলব্য মিশন রেসিডেন্সিয়াল স্কুলের প্রিন্সিপ্যাল, প্রিন্সিপ্যাল ইণচার্জ, শিক্ষক শিক্ষিকা এবং হোস্টেল সুপাররা অংশ গ্রহণ করেন। যে ছয়টি রাজ্য থেকে প্রতিনিধিরা এই কর্মশালায় অংশগ্রহণ করে এই ছয়টি রাজ্য হল ত্রিপুরা, মিজোরাম, অরুনাচল প্রদেশ, সিকিম, নাগাল্যান্ড ও পশ্চিমবঙ্গ। এই কর্মশালার এ দিন উদ্বোধন করেন রাজ্যের জনজাতি কল্যান মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি এই কর্মশালার উদ্বোধন করে জানান আগামি দিন এই বিদ্যালয়গুলিকে আরও কি ভাবে উন্নতি করা যায় সেই লক্ষ্যে দিল্লি থেকে ডেপুটি কমিশনার মহাশয়া এসেছেন। তিনি প্রতিনিধিদের সামনে এ বিষয়ে সবিস্তারে আলোচনা করবেন। উত্তর পূর্বের রাজ্য গুলি সহ পশ্চিমবঙ্গে এই স্কুলগুলিতে অনেক ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে। তাদের উন্নতির লক্ষ্যে এই কর্মশালা রাজ্যে আয়োজিত করায় এদিন কেন্দ্রিয় সরকার তথা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মন্ত্রী বিকাশ দেববর্মা।এই বিষয়ে দিল্লি থেকে কর্মশালায় উপস্থিত ডেপুটি কমিশনার জানান এই স্কুল গুলিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা পড়াশোনা করে।কৈশোর অবস্থায় এই শিক্ষার্থীরা কি ভাবে সামনের দিকে এগিয়ে যাবে এই দিকগুলি নিয়ে এখানে আলোচনা করা হবে।



